Animal: হঠাৎ কেন পিছিয়ে গেল ছবি ‘অ্যানিমাল’? সমস্যা কোথায়, অন্দরমহলের খবর ফাঁস
Gossip: তবে হঠাৎ এমন কি হল? যার যেটা রণবীর কাপুর অভিনীত এই ছবির মুক্তি তড়িঘড়ি পিছিয়ে দিতে হল! সে প্রশ্নের উত্তর দিলেন এদিন পরিচালক।
সদ্য পিছিয়ে গিয়েছিল অ্যানিমাল ছবির মুক্তির দিন। রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। ১১ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হলেও শেষমেষ সেই দিনে ছবি প্রকাশে আনা যাচ্ছে না। এমনই খবর সামনে আনা হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। খবর সামনে আসতেই ভক্তদের মনে জেগেছিল উদ্বেগ। কীভাবে সম্ভব? কেনই বা এই সিদ্ধান্ত! রণবীর কাপুরের ভক্তদের মনে জমতে থাকে প্রশ্ন। তবে খুব বেশিদিন জলঘোলা না করে এবার সামনে এল ছবি মুক্তির নতুন তারিখ। খুব বেশি দেরি না করেই পরিচালক সন্দীপ, জানিয়ে দিলেন ছবি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে।
তবে হঠাৎ এমন কি হল? যার যেটা রণবীর কাপুর অভিনীত এই ছবির মুক্তি তড়িঘড়ি পিছিয়ে দিতে হল! সে প্রশ্নের উত্তর দিলেন এদিন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় এসে তিনি সাফ জানিয়ে দিলেন এই ছবির গান নিয়ে বেজায় সমস্যায তৈরি হয়েছে। একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে ছবি অ্যানিমাল। যার ফলে বিভিন্ন ভাষায় ছবির গানকে তৈরি করতে হচ্ছে। ফলে মোট ৩৫ টি গান তৈরি হচ্ছে এই ছবির জন্য। এই কাজই বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। বাকি ছবি তৈরির কাজ শেষ।
এখন কেবল একটাই লক্ষ্য, ছবির গান তৈরি হয়ে গেলে তা মুক্তির জন্য প্রস্তুত। তার জন্যই আরও চারটি মাস হাতে সময় নিয়ে নিলেন পরিচালক সন্দীপ। যদিও ছবি পিছিয়ে যাওয়া নিয়ে কোনওভাবেই মুখ খোলেননি অভিনেতা বা অভিনেত্রী। রণবীর কাপুর এবার তাঁর পরবর্তী ছবির কাজে ফিরবেন। তার আগে বেশ কিছুটা সময় এখন তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। অন্যদিকে আলিয়া ভাটও রকি অউর রনি কি প্রেম কাহিনির কাজ শেষ করে এখন খানিকটা অবসর কাটাচ্ছেন। যদিও কিছুদিনের মধ্যেই শুরু হবে ব্রহ্মাস্ত্র ছবির কাজ, বলিউড সূত্রে এমনই খবর এখন তুঙ্গে।