মাত্র একদিনের মধ্যেই ইয়ামির বিয়ের যাবতীয় আয়োজনের গোপন গল্প ফাঁস ওয়েডিং প্ল্যানারের
তিনি যোগ করেন, "দেবদারু গাছের সামনে বিয়ে হয়েছিল ওঁদের। বিয়ের মন্ডপ সাজানো হয়েছিল গাঁদাফুল এবং কলাগাছ দিয়ে। থিম ছিল সাদা-সোনালী। বিয়ের পর পরিবারের লোকেদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক ছোট্ট রিসেপশনের। বাড়ির উঠোনেই হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান।"
হাতে সময় মাত্র এক দিন। তাও আবার হেভিওয়েট বিয়ে। পাত্র পরিচালক আদিত্য ধর। পাত্রী অভিনেত্রী ইয়ামি গৌতম। একদিনের মধ্যেই কীভাবে বিয়ের যাবতীয় আয়োজনের ঝক্কি সামলেছিলেন ওয়েডিং প্ল্যানার গীতেশ শর্মা, সে কথাই এবার সংবাদমাধ্যমে ফাঁস করলেন তিনি।
তিনি জানান গৃহ পুরোহিতকে সঙ্গে নিয়েই ইয়ামির বাবা দেখা করতে এসেছিলেন গীতেশের সঙ্গে। তাঁর কথায়, “বিয়ের ঠিক একদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইয়ামির বাবা। ইয়ামি এবং আদিত্য দুজনেই জানিয়েছিলেন জাঁকজমকের বিয়ে তাঁরা চান না। একেবারে ঘরোয়া ভাবে সাদামাটা বিয়ে করতে চান।” কিন্তু হেভিওয়েট বিয়ে বলে কথা! তাই ওই একদিনেই জান কবুল, ভালভাবেই বিয়ে উতরে দিয়েছিলেন গীতেশ। কিন্তু কীভাবে?
View this post on Instagram
তিনি যোগ করেন, “দেবদারু গাছের সামনে বিয়ে হয়েছিল ওঁদের। বিয়ের মন্ডপ সাজানো হয়েছিল গাঁদাফুল এবং কলাগাছ দিয়ে। থিম ছিল সাদা-সোনালী। বিয়ের পর পরিবারের লোকেদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক ছোট্ট রিসেপশনের। বাড়ির উঠোনেই হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান।” মান্ডী ধামে হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া। দুজনেই সেজেছিলেন একেবারে ট্র্যাডিশনাল পোশাকে।
আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’
বিয়ের খবর ঘোষণা করার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন ইয়ামি। বধুবেশে তাঁকে যে লাগছে বেশ সে কথা স্বীকার করেছেন খোদ কঙ্গনা রানাওয়াতও।