কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই বিয়ে সারলেন যে সব সেলেব জুটি
দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছিল পিপিই কিট পরেই বিয়ের পিঁড়িতে কোভিড আক্রান্ত বর। মন্ত্রপাঠ থেকে সিঁদুরদান-- শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে 'পজেটিভ' অবস্থাতেই। একদিকে যখন অক্সিজেনের হাহাকার অন্যদিকে এই চরম সময়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু সেলেব। এক ঝলকে দেখে নেওয়া যাক, তাঁরা কারা?
Most Read Stories