ক্যাফের উঠোনই হয়ে উঠেছিল ব়্যাম্প, রাতের কলকাতায় এক অভিনব স্ট্রিট ফ্যাশন শো
শীত-সন্ধ্যেতে গরম কফিতে চুমুক দিতে দিতে স্ট্রিট ফ্যাশন শো কোনও দিন উপভোগ করেছেন? এমন অভিনব ভাবনা কলকাতার বুকেই সম্ভব।
শীত-সন্ধ্যায় গরম কফিতে চুমুক দিতে দিতে স্ট্রিট ফ্যাশন শো কোনও দিন উপভোগ করেছেন? এমন অভিনব ভাবনা কলকাতার বুকেই সম্ভব! আর এই অভিনব ভাবনার রূপকার যিনি, তিনি জুম টি–ও–গ্রাফি ক্যাফের কর্ণধার শঙ্খদীপ মিত্র।
কোনও ঝাঁ তকতকে মসৃণ ব়্যাম্প নয়, ক্যাফের উঠোনই হয়ে উঠেছিল ব়্যাম্প। বাহারি পোশাক পরে এক এক করে মডেলরা আলো হয়ে হেঁটেছিলেন রাতের কলকাতায়। শুধু বাহারি পোশাক নয়, সঙ্গে ডিজাইনার গয়নার ঝলকানি। আর ক্যাফের ছোট্ট উঠোন। কিন্তু ভাবনায়, সৃষ্টিশীলতায় এবং অভিনবত্বে প্রসারিত এই ফ্যাশন শো।
আরও পড়ুন :‘চিয়ার্স, যত দিন না আবার দেখা হচ্ছে…’, বাবার জন্মদিনে আবেগমাখা পোস্ট স্বস্তিকার
এই অভিনব স্ট্রিট ফ্যাশন শো স্মরণীয় হয়ে থাকল কারণ, সঙ্গে ছিল সুস্বাদু খাবার। জুম টি–ও–গ্রাফি ক্যাফের বয়স মাত্র এক বছর। এই হামাগুড়ি বয়সেই নিজের স্বাতন্ত্র্য তৈরি করেছে। কর্ণধার শঙ্খদীপ মিত্রের কথায় “আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে মাথায় রেখে এই ফ্যাশন শো-র কথা ভাবা হয়েছে। সঙ্গে মানানসই গয়না। কিন্তু বাঙালির তো পেটপুজো ছাড়া কোনও উৎসবই সম্পূর্ণ নয়! সেটা মাথায় রেখেই আয়োজন করেছিলাম পুরনো কলকাতার স্ট্রিট ফুড।” এই অভিনব ফ্যাশন শোয়ে পুরুষদের পোশাক বানিয়েছিলেন ডিজাইনার অভীক। গয়না এসেছিল আউট অফ দ্য বক্স থেকে।