কোল্ড কফি না ফিল্টার, দীপিকার পছন্দ কোনটি? প্রশ্নের উত্তর দিতে ভাবতে হল দীপিকাকে
দীপিকার পোস্ট করা ভিডিয়োতে কখনও তিনি নেচেছেন স্বামী রণবীরের সঙ্গে...তো কখনও জানিয়েছেন তাঁর 'ফেভারিট ফুড', আবার কখনও লকডাউনে দেখা 'টিভি সিরিজ'...
‘এটা নয় ওটা’—এ এক অদ্ভূত খেলা। ইনস্টাগ্রামে এ খেলা নতুন নয়। বেছে নিতে হবে ‘এটা’ বা ‘ওটা’র মধ্যে। এমনই এক খেলায় মেতেছেন বলিউডের বহু সেলেব। সে তালিকায় জুড়ল আরও এক নাম। দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির অভিনেত্রী। বাংলায় ‘এটা নয় ওটা’ খেলাটি ইংরেজিতে হয়ে গিয়েছে ‘দিস অ্যান্ড দ্যাট’। একের পর এক প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে চলেছেন অভিনেত্রী।
তবে একটা কৌশলী প্রশ্নতে দীপিকা সময় নিলেন খানিক বেশি। কী ছিল সেই প্রশ্ন? ‘কোল্ড কফি না ফিল্টার কফি? আপনার পছন্দ কোনটি?’ প্রশ্ন শুনে উত্তর দিতে সময় নিলেন দীপিকা। তারপর বললেন ‘ফিলটার কফি, সবসময়।’
View this post on Instagram
তবে যাঁরা দীপিকাকে চেনেন, তাঁরা এই উত্তরে খুব একটা অবাক হননি। কারণ তাঁরা জানেন, দীপিকার সাউথ-ইন্ডিয়ান খাবার ও ফিল্টার কফি ভীষণ পছন্দের। দীপিকার পোস্ট করা ভিডিয়ো শুরু হয় এই ‘দিস অ্যান্ড দ্যাট’ প্রশ্নে। প্রথম প্রশ্ন ‘মুভি নাইট না লং ওয়াকস’ প্রশ্নের উত্তরে দীপিকা বলেন, ‘আমার মুডের উপর নির্ভর করে…কিন্তু নাহ, মুভি নাইট’।
পরের প্রশ্ন—’সকালে ঘুম থেকে ওঠা না লেট নাইট?’ উত্তরে তিনি বলেন, ‘আমি সকাল সকাল ঘুম থেকে ওটা মানুষ, কিন্তু রাতপার্টিতে মজা করতেও ভালবাসি, তাই আমি রাতের মানুষ’
View this post on Instagram
ঠিক এরপর আসে, কোল্ড কফি না ফিল্টার কফির প্রশ্নে দীপিকার উত্তর ‘আপনি আমাকে বেশ কঠিন পরিস্থিতিতে ফেলেছেন’ তারপর বলেন, ‘ওকে আমি ফিলটার কফিতে চিট অবধি করতে পারি, তাই ফিলটার কফি…এটা একেবারে আমার কাছে এটা তাড়াতাড়ি উত্তর ছিল না।’
ভিডিয়ো শেয়ার করে দীপিকা লেখেন ‘কোল্ড কফি না ফিলটার কফি আমাকে ভাবিয়েছিল’
বেশ কিছুদিন ধরে দীপিকা এক রুটিনমাফিক ভিডিয়ো পোস্ট করে চলেছেন, নিজের ইনস্টাগ্রাম রিলে। সে ভিডিয়োতে কখনও তিনি নেচেছেন স্বামী রণবীরের সঙ্গে, তো কখনও জানিয়েছেন লকডাউনে দেখা তাঁর ফেভারিট শো, টিভি সিরিজ, নিজের বেড়ে ওঠার গল্প করেছেন তো কখনও তাঁর পছন্দের খাবারের কথা জানিয়েছেন ভক্তকূলকে।
View this post on Instagram
একের পর এক ছবি রয়েছে দীপিকার ফিল্মি পাইপলাইনে। ‘ফাইটার’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে রয়েছেন তিনি। শাহরুখের সঙ্গে ‘পাঠান’ এবং শকুন বতরার ছবিতে অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে দীপিকাকে।
View this post on Instagram