রাখির স্বামীকে ভিডিয়ো কলে দেখেছেন, বিগবস হাউজে এসে জানালেন ভারতী
রাখি সাওয়ান্ত বিবাহিত নাকি 'বিয়ের অভিনয়' করছেন, নেটিজেনদের কাছে এযাবৎ তা ছিল ধোঁয়াশা। রাখি দাবি করতেন তাঁর স্বামী রিতেশ প্রবাসী ভারতীয়। ক্যামেরার সামনে আসতে চান না।
রাখি সাওয়ান্তের স্বামী ‘হলো ম্যান’ নন। তিনি আছেন। তাঁর অস্তিত্ব রয়েছে। রাখি সত্যিই বিবাহিত। বিগবসের বাড়িতে এসে জানালেন ইন্ডাস্ট্রিতে রাখির সহকর্মী কমেডিয়ান ভারতী সিং। শুধু তাই নয় রাখির স্বামীকে ভিডিয়ো কলে দেখেছেন তিনি– সে কথাও জানান ভারতী।
রাখি সাওয়ান্ত বিবাহিত নাকি ‘বিয়ের অভিনয়’ করছেন, নেটিজেনদের কাছে এযাবৎ তা ছিল ধোঁয়াশা। রাখি দাবি করতেন তাঁর স্বামী রিতেশ প্রবাসী ভারতীয়। ক্যামেরার সামনে আসতে চান না। আর সে কারণেই রিতেশের কোনও ছবি প্রকাশ্যে আনতে পারেন না তিনি। বিগবস হাউজে প্রবেশের পর রাখি বিগবসের সামনে কান্নায় ভেঙে পড়ে একবার স্বামী রিতেশকে সামনে আসার আর্জি জানালেও রিতেশ আসেননি। তবে তাঁর চিঠি এসেছিল রাখির কাছে। সেই চিঠিতে বিগবসে রাখির মজাদার পারফরম্যান্সের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন রিতেশ।
View this post on Instagram
কিন্তু তা সত্ত্বেও রাখির স্বামীকে চাক্ষুষ না দেখার কারণে তাঁকে নিয়ে নেটিজেনদের কৌতূহল কমছিল না কিছুতেই। কারও দাবি ছিল বিয়ে বর, গোটা ব্যাপারটাই রাখির পাবলিসিটি স্টান্ট। রাখির পরিবার ছাড়া আর কেউ রিতেশকে কখনও না দেখায় সেই দাবি আরও জোরাল হয়। তবে এই প্রথম বার রাখির পরিবার ছাড়াও আরও কেউ (ভারতী) রাখির স্বামীকে ভিডিয়ো কোলে দেখার কথা প্রকাশ্যে আনলে নেটিজেনরা মেনে নিয়েছেন ‘ড্রামা কুইন’-এর বিয়ের কথা। তবু রিতেশের কাছে তাঁদের একটাই অনুরোধ অন্তত বিগবস ১৪-র ফাইনালের দিনে রাখির পাশে দাঁড়াতে মঞ্চে আসুক রিতেশ।
রাত পোহালেই ঘোষিত হবে ‘বিগবস’ বিজয়ীর নাম। উত্তেজনা গোটা দেশ জুড়ে। কেউ বলছেন রুবিনার মাথায় উঠবে মুকুট, কেউ বলছেন রাহুলই ছিনিয়ে নেবেন বিজয়ীর আসন। বিগবস ১৪’র শেষ দিনে মঞ্চে দেখা যাবে কি রাখির স্বামী রিতেশকে? উত্তর জানা যাবে আগামীকাল।