Surongo: ভারতে মুক্তি পেতেই নেটে ফাঁস ‘সুড়ঙ্গ’! কোন দেশকে দায়ী করে বিস্ফোরক পরিচালক?

Surongo: শুধু বাংলাদেশই নয়, এ রাজ্যেও মুক্তি পেয়েছে আরফান নিশো অভিনীত ছবি 'সুড়ঙ্গ'। গত ২১ জুলাই ছবিটি ভারতে মুক্তি পেতেই মাথায় হাত ছবিটির নির্মাতাদের। ছবি ফাঁস হয়ে গেল অনলাইনে।

Surongo: ভারতে মুক্তি পেতেই নেটে ফাঁস 'সুড়ঙ্গ'! কোন দেশকে দায়ী করে বিস্ফোরক পরিচালক?
ভারতে মুক্তি পেতেই নেটে ফাঁস ওপারের 'সুড়ঙ্গ'! কোন দেশকে দায়ী করে বিস্ফোরক পরিচালক?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 7:45 PM

শুধু বাংলাদেশই নয়, এ রাজ্যেও মুক্তি পেয়েছে আরফান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। গত ২১ জুলাই ছবিটি ভারতে মুক্তি পেতেই মাথায় হাত ছবিটির নির্মাতাদের। ছবি ফাঁস হয়ে গেল অনলাইনে। ছড়িয়ে পড়ল বিভিন্ন সামাজিক মাধ্যমে। ছবির পাইরেসি নিয়ে কড়া প্রতিটি দেশই, কিন্তু তা সত্ত্বেও এ ঘটনায় হতাশ সকলেই। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির সম্পাদক সীমিত রায় অন্তর। ভারত নাকি বাংলাদেশ– কাকে দায়ী করলেন তিনি? কোন দেশের হল থেকে এই ছবি ফাঁস হয়েছে বলে মনে করছেন অন্তর? ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, “‘সুড়ঙ্গ’ এর পাইরেসি কপি পর্যবেক্ষন করে যা বুঝলাম, এটা কোনও রেগুলার শো চলাকালীন সময়ে রেকর্ড করা হয়নি। কারন ভিডিওতে দর্শকদের কোন রিয়েকশন সাউন্ড নাই। দর্শকদের হাসির শব্দ নেই, কোন কোন উচ্চবাচ্য! তার মানে, এটা দর্শকশূন্য হলে রেকর্ড করা হয়েছে।

ক্যামেরাকে ট্রাইপডে রেখে ভিডিওটি করা হয়েছে। ক্যামেরার কোন ধরনের নড়াচড়া দেখা যায়নি। অতএব, এটার সাথে সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত। শূন্য হলে ট্রাইপডে ক্যামেরা সেট করে আড়াই ঘন্টার সিনেমা রেকর্ড করা তো সম্ভবপর না, যদি না সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত না থাকে।” সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত থাকার সন্দেহ প্রকাশ করার পরেই আরও এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। লিখেছেন,”এবার আসি, এটা কোন দেশ থেকে পাইরেসি হয়েছে?ভারত নাকি বাংলাদেশ? উত্তর- বাংলাদেশ। ভারতের ভিডিও এবং বাংলাদেশের ভিডিওতে বেশ কিছু পার্থক্য আছে, যা শুধুমাত্র আমরাই (পরিচালক, সম্পাদক ও প্রযোজক) জানি। এর মধ্যে একটার কথা বলি, তা হলো- পেপসির টাইটেল কার্ড। যা ভারতের সিনেমাতে ছিল না।”

এখানেই শেষ নয়, ছবিটির পরিচালক রাহিহান রফিও নাম না করেই বিস্ফোরক অভিযোগ আনেন দেশের মানুষদের বিরুদ্ধেই। তিনি লেখেন, “…ইন্ডিয়ান অ্যাড জুড়ে দেওয়া হল যেন মনে হয় ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে। কিন্তু পাইরেসি হয়েছে বাংলাদেশের ভার্সন। সিনেমার দুই দেশের ভার্সনে কী কী ফারাক, সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি।” তিনি আরও অভিযোগ করেন, “একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পিছনে লেগেছে।’ যদিও ওই চক্রের নেপথ্যে কাদের হাত রয়েছে, তা উল্লেখ করেননি পরিচালক। তবে স্বস্তির কথা একটাই, পাইরেসি রোধে সাহায্যের আশায় এ দিন আইনগত সহায়তার জন্য ওই ছবির গোটা টিম দেখা করে ডিবি প্রধান জনাব হারুন অর রশীদ বিপিএম(বার), পিপিএম(বার)-এর সঙ্গে। সেই ছবি শেয়ার করে পরিচালক লেখেন,”পাইরেসি এবং সাইবার বোলিং আইনগত ভাবে বন্ধ হচ্ছে। এবার যারা ফেসবুকে বা ইউটিউবে বুঝে বা না বুঝে পোস্ট করছেন বা শেয়ার করছেন তাদের অনুরোধ করবো নামিয়ে ফেলার জন্য। তা না হলে পরবর্তীতে আপনারও বিপদে পড়তে পারেন।” প্রসঙ্গত, পাইরেসির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় সব ইন্ডাস্ট্রিই। বারেবারেই প্রচার চালিয়েও হয়নি সুরাহা। তবে নিশোর এই ছবি ফাঁসের নেপথ্যে কি দায়ী বাংলাদেশের প্রথম সারির প্রভাবশালী নায়ক? গুঞ্জন বলছে, ইঙ্গিত তেমনটাই।