Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া দেশে ফিরছেন, নিজেই জানিয়েছেন সেই কথা, কিন্তু কেন?

Priyanka Chopra: অবশেষে দীর্ঘ তিন বছর পর তিনি ফিরছেন দেশে। এমনটা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া দেশে ফিরছেন, নিজেই জানিয়েছেন সেই কথা, কিন্তু কেন?
প্রায় দীর্ঘ ৩ বছর দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 2:42 PM

২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কার চোপড়া (Priyanka Chopra)। তার পর থেকে তিনি বেশির ভাগ সময় লস অ্যাঞ্জেলসেই থাকেন। তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। তবে ভারতে আসা খুব কমে গিয়েছে। অবশেষে দীর্ঘ তিন বছর পর তিনি ফিরছেন দেশে। এমনটা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন প্রিয়াঙ্কা। নিজের ইনস্টা স্টোরিতে একটি বোর্ডিংপাসের ছবি দিয়ে তিনি বিমানে করে ফিরছেন বাড়ি, তা বুঝিয়েছেন। সঙ্গে তিনি কতটা এই নিয়ে উত্তেজিত, তাও বুঝিয়েছেন। ছবি শুধু নয়, সঙ্গে রয়েছে ক্যাপশনও। ইমোশনাল আর হৃদয়ের ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘অবশেষে…বাড়ি যাচ্ছি…প্রায় ৩ বছর পর’। ভারতে আসার এই ট্রিপটা সম্পূর্ণ ভিন্ন। যদিও তিনি একা না মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে আসছেন কি না স্পষ্ট নয়। এমনকি নিকও সঙ্গে আছেন কি না তাও লেখেননি। তবে যদি আসেন, তাহলে হবে বলিউডে মালতির মুখ দেখানোর এবং আশীর্বাদ অনুষ্ঠান। সম্প্রতি প্রিয়াঙ্কা নিউ ইয়র্ক গিয়েছিলেন মেয়ে মালতিকে নিয়ে। যদি দেখে ফেরেন তাহলে ছোট্ট মালতির একটা বড় ট্রিপ হতে চলেছে।

তবে এখনও পর্যন্ত জানা যায়নি, ব্যক্তিগত কারণে না কাজের জন্য পিসি দেশে ফিরছেন। তবে আসছেন এটা ঠিক। ফারহান আখতার পরিচালনায় কামব্যাক করতে চলেছেন ‘জি লে জরা’ ছবি দিয়ে। সেই ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ। তবে ছবির কাজ প্রথমে প্রিয়াঙ্কার জন্য পিছোয়। কারণ সারোগেসি করেই মা হওয়ার পর পিসি মেয়ের জন্য কিছুটা সময় নিয়েছিলেন। এর পর অন্তঃসত্ত্বা হন আলিয়া। তবে তিনজনের ছবি দিয়ে একটি পোস্ট করে আলিয়া অবশ্য জানিয়েছিলেন আগামী বছর ফ্লোরে আসবে ‘জি লে জরা’ ছবি। তবে কি প্রিয়াঙ্কা এই ছবি ছাড়াও আর কোনও বলিউড প্রজেক্টের জন্য দেশে আসছেন? না, এই প্রশ্নের উত্তরের জন্য আর কিছু অপেক্ষা। কারণ কয়েক ঘণ্টার মধ্যেই প্রিয়াঙ্কার বিমান দেশের মাটি ছোঁবে। তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে।