Rishab Shetty Meets Rajinikanth: রজনীকান্তের বাড়িতে কান্তারা পরিচালক, শ্রীরামকৃষ্ণের ছবিতে নজর ঘুরল নেটিজ়েনদের

Ramakrishna Pic In Rajinikanth's House: রজনীকান্তের বাড়িতে গিয়েছিলেন জনপ্রিয় কন্নড় ছবি 'কান্তারা'র পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। তাঁর সুবাদেই দেখা গেল রজনীকান্তের বাড়িতে রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি ছবি।

Rishab Shetty Meets Rajinikanth: রজনীকান্তের বাড়িতে কান্তারা পরিচালক, শ্রীরামকৃষ্ণের ছবিতে নজর ঘুরল নেটিজ়েনদের
রজনীকান্তের বাড়ির সেই ছবি, যেখানে শ্রীরামকৃষ্ণের ছবি দেখা গিয়েছে। ছবি: টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 4:44 PM

Ramakrishna: গগনচুম্বী সাফল্য অর্জন করেছে কন্নড় ছবি ‘কান্তারা’। আর সেই সাফল্যের কারিগর যিনি, অর্থাৎ ছবির অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি সম্প্রতি দেখা করতে গিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। ঋষভ নিজেই তাঁর টুইটার হ্যান্ডেল থেকে একাধিক ছবি শেয়ার করেছেন। জানিয়েছেন, তাঁর ছবি ‘কান্তারা’ খুবই পছন্দ হয়েছে রজনীকান্তের। তবে রজনীকান্ত ও ঋষভের এই সাক্ষাৎ নিয়ে যেখানে রীতিমতো হইচই দেখা গিয়েছে, ঠিক সেখানেই নেটপাড়ার লোকজনের নজর ঘুরেছে টুইটার থেকে শেয়ার হওয়ার ছবির মধ্যে থাকা আর একটি ছবিতে। বিশেষ করে বাঙালিরা, যাঁরা রজনীকান্তের ভক্ত এবং ‘কান্তারা’ ছবিটাও দেখে ফেলেছেন, তাঁদের বেশি নজর কেড়েছে বিষয়টা। কী রয়েছে সেখানে? রজনীকান্তকে প্রণাম করছেন ঋষভ শেট্টি। সেই ছবিতে রজনীকান্তের বাড়ির একাধিক ফটো ফ্রেম নজরে এসেছে। সবক’টি ছবিতেই রয়েছেন দেশের একাধিক ধর্মগুরুরা। রয়েছেন আদি যোগী, শঙ্করাচার্য-সহ অন্যান্য ধর্মগুরু। আর তাঁদের সঙ্গেই দেখা গিয়েছে শ্রীরামকৃষ্ণের ছবি। আর সেই ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের প্রশ্ন, রজনীকান্ত তাহলে শ্রীরামকৃষ্ণেরও ভক্ত?

‘কান্তারা’ অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি এখন প্রকৃত অর্থেই ক্লাউড নাইনে ভেসে বেড়াচ্ছেন! একদিকে তাঁর ছবির এমন অভাবনীয় সাফল্য, আর সেই সাফল্যের সুবাদে স্বয়ং রজনীকান্তের সঙ্গে দেখা, তাঁর পদস্পর্শ। দক্ষিণী সুপারস্টারকে ‘মহান অনুপ্রেরণা’ বলে মনে করেন ঋষভ। রজনীকান্তের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়েছেন তিনি। এত বড় তারকার এমন মহানুভবতায় মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী নোটও লিখেছেন ঋষভ।

তিনি লিখছেন, “আপনি যদি একবার আমার প্রশংসা করেন, তাহলে আমি শতবার প্রশংসা করব। রজনীকান্ত স্যরকে অনেক ধন্যবাদ। ‘কান্তারা’ ছবিটার জন্য আপনার প্রশংসা আমাদের কাছে অমূল্য রতন।” এ দিকে, রজনীকান্ত ও ঋষভের মিটিং নিয়ে যেখানে চতুর্দিকে আলোচনা, সেখানে নজর কেড়েছে দক্ষিণী সুপারস্টারের বাড়িতে শ্রীরামকৃষ্ণের ছবিটি। নেটিজ়েনরা বলছেন, “কান্তারা ছবিটা যেরকম ভাল লেগেছে, ঠিক সেরকই ভাল লেগেছে রজনীকান্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণের ছবি দেখে।”

‘কান্তারা’ ছবিটা আদ্যোপান্ত কন্নড় ছবি। ছবিতে পরিচালনার দায়িত্বভার সামলানোর পাশাপাশি অভিনয়ও করেছেন ঋষভ শেট্টি। অভিনয় করেছেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী সপ্তমী গোওড়াও। প্রাথমিকভাবে ‘কান্তারা’ কন্নড় ভাষাতে মুক্তি পেলেও, পরবর্তীতে তার হিন্দি-সহ আরও বিভিন্ন ভাষায় ডাবড্ ভার্সন রিলিজ় করে। বক্স অফিসে ছবিটি আশাতীত ব্যবসা করেছে, প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও।

‘কান্তারা’র সাফল্য নিয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋষভ শেট্টি বলেছেন, “না, হোমেবল ফিল্মস (ছবির প্রোডাকশন হাউস) আমার সঙ্গে কখনও নম্বর নিয়ে আলোচনা করেনি। এই ছবির সঙ্গে জড়িত ঐশ্বরিক ক্ষমতা এবং শক্তি এটিকে আজ ব্লকবাস্টার করেছে। এছাড়া, কর্ণাটকের মানুষজন মুখে মুখে ছবিটির প্রচারে ব্যাপক সাহায্য করেছেন। যিনিই দেখেছেন, তিনিই তাঁর বন্ধুকে ছবিটা একবার অন্তত দেখতে বলেছেন। তাঁদের গর্ব বোধই কান্তারার সাফল্যের মূল চাবিকাঠি।”

এই ছবির প্রতি পরিচালকের যে কতটা অধ্যবসায়, তা-ও বোঝা গিয়েছে ঋষভের একটি মন্তব্যে। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ছবির শুটিং শুরু হওয়ার ২০ থেকে ৩০ দিন আগেই তিনি আমিষ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন।