Ranbir-Alia: এত জাঁকজমক সবই বৃথা! শেষ মুহূর্তে কি বাতিল হল রণবীর-আলিয়ার বিয়ে?

Ranbir-Alia: মহেশ ভট্টের প্রথম পক্ষের সন্তান রাহুলের এক কথা থেকেই বিভ্রান্তি ছড়ায়।

Ranbir-Alia: এত জাঁকজমক সবই বৃথা! শেষ মুহূর্তে কি বাতিল হল রণবীর-আলিয়ার বিয়ে?
আলিয়া-রণবীর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 10:08 PM

কথা ছিল বৈশাখি সন্ধেতেই এক হবে চার হাত। কাপুর ও ভাট পরিবার আইনত আবদ্ধ হবেন আত্মীয়তার সম্পর্কে। কিন্তু এ দিন সকাল থেকে রটে আলিয়া ও রণবীরের বিয়েই নাকি হচ্ছে না! সত্যিই কি তাই?

আপনাদের জানিয়ে রাখা যাক, একেবারেই নয়। তাঁদের বিয়ে হচ্ছে। তবে বিয়ের তারিখ নিয়ে এখনও রয়েছে বেশ কিছু বিভ্রান্তি। ঠিক ছিল ১৮ অথবা ১৫ এপ্রিল তাঁরা বিয়ে করতে পারেন। তবে শোনা যাচ্ছে সেই তারিখ নাকি পিছিয়েছে। তবে আলিয়ার দাদা রাহুল জানিয়েছেন এই মাসের ২০ তারিখের মধ্যেই হয়ে যাবে বিয়ে। তবে বিয়ের স্থান নাকি পরিবর্তিত হতে পারে। আগে আরকে স্টুডিয়োতে বিয়ে হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে বিয়ে নাকি হতে পারে তাজে।

বিয়ে বন্ধের গুজবের সূত্রপাত ঠিক কোথা থেকে? মহেশ ভট্টের প্রথম পক্ষের সন্তান রাহুলের এক কথা থেকেই বিভ্রান্তি ছড়ায়। বেশ কিছু সংবাদমাধ্যমে তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয় বলে দাবি তাঁর। যদিও পরে হিন্দুস্থান টাইমকে রাহুল জানান, যা হওয়ার সব ২০ এপ্রিলের আগেই হয়ে যাবে। তিনি বলেন, “বিয়ে সম্ভবত তাজ হোটেলের হবে। পাপারাজ্জিদের এড়ানোর জন্যই এমনটা বেছে নেওয়া হয়েছে।” রাহুল এও জানান, রালিয়ার বিয়ের কোনও খবর যাতে ফাঁস না হয়ে যায় সেই কারণে নাকি রাহুলকেও তাঁর ফোন বন্ধ করে রাখার কথা বলা হয়েছে। তিনি বলেন, “আমার কিছু বলা বারণ। তাই আমি কিছু বলতেও পারব না”। এর আগে রাহুলই জানিয়েছিলেন বোনের বিয়েতে নাকি রাখা হচ্ছে ২০০ জন বাউন্সার। থাকছে দ্রোণ। নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা দিক। এ দিন বিমানবন্দরে দেখা যায় রণবীরের দিদি ঋদ্ধিমাকেও। দিল্লি থেকে ভাইয়ের বিয়ের জন্য তিনিও মুম্বই চলে এসেছেন। এখন শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা। এর পরেই এক হবে রণবীর-আলিয়া।