Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Kumar: বাবার ৪টে বিয়ে নিয়ে আমার কোনও রাগ নেই, ওঁকে সকলে ভুল বুঝেছে: অমিত কুমার

Amit Kumar: মধুবালার বায়োপিকে অবধারিতভাবে কিশোর কুমারের প্রসঙ্গে থাকবে। তা নিয়ে অমিত কুমার বলেছেন, "কেন তৈরি হবে না? সকলেরই বায়োপিক তৈরি হয়। অবশ্যই তৈরি হওয়া উচিত।"

Amit Kumar: বাবার ৪টে বিয়ে নিয়ে আমার কোনও রাগ নেই, ওঁকে সকলে ভুল বুঝেছে: অমিত কুমার
অমিত কুমার, মধুবালা ও কিশোর কুমার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2022 | 9:00 PM

মধুবালাকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। তা নিয়ে মুখ খুলেছেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার। ৪ বার বিয়ে করেছিলেন কিশোর কুমার। প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতা ও কিশোর কুমারের সন্তান অমিত। বাবার ৪টি বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, “আমি কোনওদিনও আমার বাবাকে তাঁর বিয়ে নিয়ে একটিও প্রশ্ন করিনি। তাঁকে বারবারই ভুল বুঝেছে মানুষ।” রুমা গুহঠাকুরতার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর মধুবালার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল কিশোর কুমারের। মধুবালার বায়োপিক তৈরি হচ্ছে। অবধারিতভাবে কিশোর কুমারের প্রসঙ্গে থাকবে সেখানে। তা নিয়ে অমিত কুমার বলেছেন, “কেন তৈরি হবে না? সকলেরই বায়োপিক তৈরি হয়। অবশ্যই তৈরি হওয়া উচিত।”

অমিত কুমার জানিয়েছেন, কিশোর কুমারকে নিয়েও বায়োপিক তৈরি হওয়ার কথা চলছে। সেই বায়োপিক নিয়ে কাজ চলছে। কিন্তু কে সেই বায়োপিক তৈরি করছেন, তা নিয়ে মুখ খোলেননি কিশোর পুত্র। অনেকেই বলছেন, কিশোর কুমারের বায়োপিক নাকি তৈরি করছেন অনুরাগ বসু। কিন্তু অনুরাগের নাম শুনে সেই গুজবে সিলমোহর বসাননি অমিত কুমার। বলেছেন, “বাবাকে নিয়ে যদি বায়োপিক তৈরি হয়, আমরা আমাদের নিজেদের প্রযোজনা সংস্থা তৈরি করে নেব। বাবাকে নিয়ে আমরা যা-যা জানি, অন্য কেউ তা জানে না।”

কিশোর কুমারের ৪টি বিয়ে, বিভিন্ন সময়ে তাঁর ৪জন স্ত্রী ছিলেন—রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভারকর। বাবার ৪টি বিয়ে নিয়ে কোনও ক্ষোভ নেই অমিতের মনে। বলেছেন, “এটা সম্পূর্ণ আমার বাবার ব্যক্তিগত জীবন।” জানিয়েছেন, কিশোরকুমার সম্পূর্ণ রূপে একজন ‘ফ্যামিলি ম্যান’ ছিলেন। তাঁকে অনেকেই ভুল বুঝেছিলেন। যেদিন কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতার বিবাহ বিচ্ছেদ হয়, তিনি নিজের মরিস মাইনর গাড়িটি বাংলোতে পুঁতে দিয়েছিলেন। রুমা গুহ ঠাকুরতার সঙ্গে গাড়িটি কিনেছিলেন ‘আন্দোলন’ ছবিটি তৈরির পর। সেই ছবিতে প্রথমবারের জন্য হিরো হিসেবে অভিনয় করেছিলেন কিশোর কুমার।