Anushka-Amitabh: বিপাকে অমিতাভ-অনুষ্কার, ট্রাফিক আইন ভাঙতেই মোটা টাকা জরিমানা করল মুম্বই পুলিশ

Viral Post: এক চালকের থেকে সাহায্য নিয়েছিলেন তিনি। তাঁরও মাথায় ছিল না হেলমেট। সঙ্গে চালকের মাথাতেও ছিল না হেলমেট। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে লাইসেন্স নিয়েও।

Anushka-Amitabh: বিপাকে অমিতাভ-অনুষ্কার, ট্রাফিক আইন ভাঙতেই মোটা টাকা জরিমানা করল মুম্বই পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:23 PM

অনুষ্কা শর্মা, ২৪ ঘণ্টার মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল এই নাম। সঙ্গে যদিও জায়গা করে নিলেন অমিতাভ বচ্চনও। অনুষ্কা শর্মার সঙ্গে পাল্লা দিয়ে তিনিও হলেন ভাইরাল। অপরাধ? হেলমেট ছাড়া বাইকে উঠে যাত্রা করা। সম্প্রতি দেখা যায় অনুষ্কা শর্মাকে তাঁর বডিগার্ডের বাইকের পিছনে চেপে বসতে। পথচলতি অনেকেই সেই ভিডিয়ো তুলেছিলেন। মাথায় নেই হেলমেট, তবে কি সেলেব বলেই এই ছাড়? মুম্বই পুলিশকে ট্যাগ করে এমনই প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ। এবার কড়া পদক্ষেপ নিল মুম্বই ট্রাফিক পুলিশ। একাধিক ধারায় চালকের বিরুদ্ধে কেস দায়ের করা হয়। পাশাপাশি মোটা টাকার জরিমানাও তাঁর বিরুদ্ধে ধার্য করা হয়েছে। দিতে হবে মোট ১০,৫০০ টাকা।

একইভাবে বিপাকে অমিতাভ বচ্চন। তিনিও কয়েকদিন আগে জ্যাম এড়াতে গাড়ি থেকে নেমে পড়েছিলেন। সেখানেই এক চালকের থেকে সাহায্য নিয়েছিলেন তিনি। তাঁরও মাথায় ছিল না হেলমেট। সঙ্গে চালকের মাথাতেও ছিল না হেলমেট। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে লাইসেন্স নিয়েও।

সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের কটাক্ষের এই উদ্যোগ চোখ এড়ায়নি অমিতাভ বচ্চনের। তিনি স্পষ্ট জানিয়েছিলেন তার জন্য ধন্যবাদ। তবে রাত পোহাতেই পাল্টে গেল সমীকরণ। তৎপর হল পুলিশ। অনুষ্কা শর্মার ভিডিয়ো শেয়ার করে এক নেটিজ়েন লিখেলিছেন হেলমেট কোথায়? ট্যাগ করেছিলেন মুম্বই পুলিশকে। মুম্বই পুলিশ পাল্টা উত্তর দিয়েছিল, ট্রাফিকের সঙ্গে তা শেয়ার করা হয়েছে। ট্রাফিক গার্ড থেকে তাঁদের বিরুদ্ধে চালান টাকা হয়েছে (Sec 129/194(D), Sec 5/180 & Sec 3(1)181 MV act)। মুম্বই ট্রাফিক গার্ড থেকে সেই চালানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

মুম্বইয়ের ট্র্যাফিক জ্যাম থেকে মুক্তি পেতে বাইকে করে গন্তব্যে পৌঁছেছিলেন দুজনে। কিন্তু মাথায় ছিল না হেলমেট। তা নেটিজেনদের নজরে আসতেই মুম্বই পুলিশকে ট্যাগ করেন তাঁরা। মুম্বই পুলিশের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে। রাত পোহাতেই হাতেনাতে মিলল ফল।