Ayan-Brahmastra 2: অয়ন মুখোপাধ্যায় খুঁজে পাচ্ছেন না তাঁর ‘দেব’-কে! এবার কে করলেন ‘না’?
Ayan-Brahmastra 2: কেন তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হলেন না?
কে হবেন ‘দেব’? এটা নিয়ে এখনও খোঁজ চলছে। ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির নায়ক কে? কে হবেন রণবীর কাপুরের বাবা? নাহ, এখনও পর্যন্ত উত্তর নেই। প্রথমে শোনা গিয়েছিল এই প্রস্তাব রণবীর সিংয়ের কাছে। কিন্তু তিনি কোনও ফ্র্যাঞ্চাইজির অংশ হতে আগ্রহী নন। প্রস্তাব গিয়েছিল হৃত্বিক রোশনের কাছে। কিন্তু তাঁর অন্য ছবির সঙ্গে ডেট নিয়ে সমস্যা হওয়ায়, তিনিও না করে দেন। কিছু দিন আগে ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি চান ‘কেজিএফ’ ছবির নায়ক দক্ষিণের সুপারস্টার যশ-কে ‘দেব’ হিসেবে দেখতে। যদিও তখনও পর্যন্ত ছবির প্রযোজক করণ জোহর এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এখন শোনা যাচ্ছে করণ এবং অয়ন দুইজনেই দফায় দফায় সাক্ষাৎ করেন যশের সঙ্গে। বলিউড হাঙ্গামার সূত্রের খবর অনুযায়ী, যশ-ও নাকি রাজি নন এই চরিত্রে অভিনয় করতে।
কেন তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হলেন না? কেজিএফ ২-এর সাফল্যের পর এই ছবি কখনওই আদর্শ হতে পারে না বিশেষ করে বলিউড ছবি হিসেবে। কারণ এর গল্প খুব সরলও সাধারাণ। শুধুমাত্র এই কারণেই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাছাড়া তিনি বলিউডে প্রবেশ করতে চান বড় কোনও প্রজেক্ট নিয়ে, নাকি কোনও ছবির ফ্র্যাঞ্চাইজিতে কারও বাবা রূপে, এমনটাই দাবি বলিউড হাঙ্গামারা যশের করণ এবং অয়নের প্রস্তাবে না করার।
‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিকে আরও বড় আকারে নিয়ে আসতে চান করণ এবং অয়ন। যার ফলে সারা ভারতে ছবির চাহিদা বৃদ্ধি করতে তাঁরা চান বড় কোনও তারকাকে এই চরিত্রে। এখন দক্ষিণের তারকা প্যান-ইন্ডিয়াতে নিজেদের আলাদা জায়গা করে নিচ্ছেন। ফলে অয়ন-করন দুইজনেরই এখন লক্ষ দক্ষিণের কোনও বড় তারকাকে ‘দেব’রূপে কাস্ট করা। শেষ অবধি কোন দক্ষিণের অভিনেতাকে পরিচালক-প্রযোজক রাজি করাতে পারেন তাঁদের ‘দেব’ চরিত্রের জন্য তা জানতে আগ্রহী সকলেই।
প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ শেষে জানিয়ে দেওয়া হয়েছে ছবির দ্বিতীয় পার্ট আসবে ২০২৫ সালে। ফলে ২০২৩ সালে ম্যারাথন গতিতে শেষ করতে হবে ছবি। যাতে ভিএফএক্সের কাজ ঠিক মতো করা যায়। এবার ডিজনি যুক্ত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ফলে ভিএফএক্সের কাজও অন্যমাত্রা পেতে চলেছে বলেই আশা করা যাচ্ছে।