Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prabhas-Adipurush: বহু প্রতীক্ষিত ছবি প্রভাসের আদিপুরুষ, প্রথম টিজার মুক্তি পেতেই সমালোনার মুখোমুখি

Prabhas-Adipurush:  কৃতীর সীতার একটি সংক্ষিপ্ত আভাস রয়েছে যখন তিনি একটি তৃণভূমিতে দোলনা দোল খাচ্ছেন এবং  রাম তাঁর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হাসিমুখে।

Prabhas-Adipurush: বহু প্রতীক্ষিত ছবি প্রভাসের আদিপুরুষ, প্রথম টিজার মুক্তি পেতেই সমালোনার মুখোমুখি
টিজার সামনে আসতেই শুরু সমালোচনা প্রভাসের আদিপুরুষ ছবি নিয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 9:40 PM

ওম রাউতের আদিপুরুষ ছবির প্রথম টিজার-ট্রেলার বেরিয়েছে আজ। আর বেরোনোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সমালোচনা। ছবিতে প্রভাস রাম চরিত্রে অভিনয় করেছেন, লঙ্কেশের চরিত্রে সইফ আলি খান এবং সীতার ভূমিকায় কৃতি শ্যানন। সিনেমাটি হিন্দু পৌরাণিক পাঠ্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে এতে সিজিআই এবং ভিএফএক্সের ব্যাপক ব্যবহার রয়েছে। টিজারে রামকে জলের নিচে গভীর ধ্যানে মগ্ন দেখায় যখন সমস্ত দিক থেকে রাক্ষসরা ঘোরাফেরা করে ভিতরে আসে। তিনি তার  কয়েকটা তীর বের করার জন্য লক্ষ্য করেন যখন  সইফকে লঙ্কেশরূপে বরফ-নীল চোখে, পাহাড়ে প্রথম পাওয়া যায়। তাঁকে তাঁর পায়ের কাছে বসা একজন নারীকে ১০টি মাথা দেখাতে দেখা যায়। তিনি একটি রাক্ষস-ড্রাগন-প্রাণী পিঠে চড়ে যাচ্ছেন তাও রয়েছে।  অন্যদিকে রাম তার নিজের সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন যাতে লক্ষ্মণ এবং হনুমান সহ পুরো বানার সেনা রয়েছে।

কৃতীর সীতার একটি সংক্ষিপ্ত আভাস রয়েছে যখন তিনি একটি তৃণভূমিতে দোলনা দোল খাচ্ছেন এবং  রাম তাঁর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হাসিমুখে। এর পরে লঙ্কায় রাক্ষস এবং বানর সেনার মধ্যে যুদ্ধের দৃশ্য দেখা যায়। এবং ঠিক এখানেই শুরু সমস্যা। বানর সেনা করা হয়েছে গ্রাফিক্সের মাধ্যমে। কম্পিউটার দ্বারা চালিত চিত্র (CGI) ২০১০-এর আগের বলিউডের কথা মনে করিয়ে দেয়, যা প্রভাসের নিজের বাহুবলী সিরিজ থেকে অনেক দূরে।

আদিপুরুষ হল ওম রাউতের ২০২০ সালের ব্লকবাস্টার সিনেমা তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর ফলো-আপ প্রোজেক্ট। ছবিতে সইফের লুক দেখে তানাজি ছাড়াও লালকাপ্তান ছবির কথা মনে পড়ে। আদিপুরুষ ছবিটি টি-সিরিজের ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার প্রযোজনা করেছেন। সিনেমাটি ১২ জানুয়ারী, ২০২৩-এ IMAX এবং 3D তে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রভাস এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন, “প্রতিটি ভূমিকা এবং প্রতিটি চরিত্রই তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে এই জাতীয় চরিত্রকে চিত্রিত করা অত্যন্ত দায়িত্ব এবং গর্ব নিয়ে আসে। আমি আমাদের মহাকাব্য থেকে এই চরিত্রটি চিত্রিত করতে খুব উত্তেজিত, বিশেষ করে ওম যেভাবে এটি ডিজাইন করেছেন। আমি নিশ্চিত আমাদের দেশের তরুণরা আমাদের চলচ্চিত্রের প্রতি তাঁদের সমস্ত ভালবাসা বর্ষণ করবেন।”

প্রভাসকে এর আগে এসএস রাজামৌলির বাহুবলী সিনেমা, সাহো এবং রাধে শ্যামে দেখা গিয়েছে। তাঁর আসন্ন সিনেমার মধ্যে রয়েছে সালার এবং দীপিকা পাডুকোনের সঙ্গে প্রজেক্ট কে। সইফ ওম রাউতের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এ। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হৃতিক রোশনের সঙ্গে বিক্রম বেধা। আদিপুরুষ ছাড়াও কৃতি শ্যাননের আরও একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির নাম ভেড়িয়া। ছবিতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।