Prabhas Adipurush Teaser: মুক্তি পেল প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ-এর টিজার

Prabhas Adipurush Teaser: এই সপ্তাহের শুরুতে প্রভাস একটি টিজার পোস্টার দিয়ে যেখানে তাঁকে ধনুক হাতে দেখা যায় রামরূপে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন

Prabhas Adipurush Teaser: মুক্তি পেল প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ-এর টিজার
প্রভাস অভিনীত ছবি দিপুরুষ-এর টিজার লঞ্চ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 7:48 PM

কথা ছিল কথিত রাম জন্মভূমি অযোধ্যাতে ছবির প্রথম টিজার লঞ্চ হবে প্রভাস অভিনীত আদিপুরুষ ছবির। এই ছবিতে তিনি রাম চরিত্রে অভিনয় করেছেন। ছবির পরিচালক ওম রাউত, নায়িকা কৃতি শ্যানন (যিনি সীতার ভূমিকায় অভিনয় করেছেন), প্রযোজক ভূষণ কুমার এবং অবশ্যই প্রভাস পৌঁছে গিয়েছেন গ্রান্ড এই ইভেন্টের জন্য অযোধ্যা। সেখানকার মানুষ তাঁদের উষ্ণ অভ্যর্থনা করেন। নবরাত্রির এই বিশেষ সময়কে ছবির প্রথম টিজার লঞ্চের জন্য মনোনীত করা হয়েছিল। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। এই দিন সন্ধে ৭.১১ মিনিটে রিলিজ হল ছবির টিজার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল আদিপুরুষ ছবির টিজার। অযোধ্যার একটি বড় ময়দানে বিশাল স্ক্রিনে এই লঞ্চ হয়। প্রায় ১৫০ জন পুলিশ কর্মী এর জন্য নিযুক্ত করা হয় বলে জানা গিয়েছে।

এই সপ্তাহের শুরুতে প্রভাস একটি টিজার পোস্টার  যেখানে তাঁকে ধনুক হাতে দেখা যায় রামরূপে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। আজ সেই দিন যেখানে বহু প্রতীক্ষিত ছবির টিজার সকলের সামনে এল। প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে লঙ্কেশ অর্থাৎ রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। সানি সিং রয়েছেন লক্ষণের চরিত্রে। ছবির ৫০ ফিট লম্বা পোস্টারও উন্মোচিত হবে এই দিন। অভিনেতা শরদ কালকর যিনি প্রভাসের বাহুবলী ছবিতে তাঁর কণ্ঠ হন হিন্দি ডাবিংয়ের ক্ষেত্রে, এবারও তিনিই তেলুগু সুপারস্টারের কণ্ঠ হতে চলেছে হিন্দি ভার্সানের ক্ষেত্রে।

প্রথমে তেগুলু, তারপর হিন্দি টিজার মুক্তি পায়। তানাজি ছবির পরিচালক ওম রাউতের আরও একটি বড় ছবি আদিপুরুষ। মু্ক্তির কিছু সময়ের মধ্যেই ছবির টিজার ভিউ লাখ ছাড়িয়েছে। পুরো টিজার জুড়ে প্রভাস। একেবারে অন্য লুকে রাবণরূপে সইফ। ছবিতে ভিজ্যুয়াল এফেক্টের কাজ রয়েছে। বাহুবলির পর প্রভাসের আরও একটি বড় ছবি হতে চলেছে আদিপুরুষ। ১২ জানুয়ারি, ২০২৩ সালে মুক্তি পাবে ছবি।