The Batman: DCCB Private Screening: সদ্য মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যান ছবির আইম্যাক্স স্ক্রিনিংয়ের আয়োজন করল ডিসি কমিউনিটি অফ বেঙ্গল…

The Batman Screening: ম্যান অফ স্টিল (Man of Steel) আর জাস্টিস লিগ স্নাইডার কাটের পর এবার দ্য ব্যাটম্যানের স্ক্রিনিংয়ের আয়োজন করল ডিসি কমিউনিটি অফ বেঙ্গল (DCCB)। এবার খোদ আইম্যাক্সে (IMAX)।

The Batman: DCCB Private Screening: সদ্য মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যান ছবির আইম্যাক্স স্ক্রিনিংয়ের আয়োজন করল ডিসি কমিউনিটি অফ বেঙ্গল...
কলকাতার আইনক্সে ব্যাটম্যানের প্রাইভেট স্ক্রিনিং
Follow Us:
| Updated on: Mar 07, 2022 | 12:13 PM

“Our scars can destroy us. Even after the physical wounds have healed. But if we survive them, they can transform us. They can give us the power.”The Batman

‘দ্য ব্যাটম্যান’ (The Batman) ছবির একদম শেষের দিকে ব্রুস ওয়েনের (Bruce Wayne) মনোলগের অংশ এই কথাগুলো। দর্শকদের মনে কতটা প্রভাব ফেলেছে এই কথাগুলো, সেই প্রসঙ্গে যাব না, তবে কলকাতার একটা ছোট দলকে যে নতুন করে ভাবিয়ে তুলেছে তা নিয়ে সন্দেহ নেই। দলটার নাম ডিসিসিবি বা ডিসি কমিউনিটি অফ বেঙ্গল (DC Community of Bengal)। শুধুমাত্র ইচ্ছেশক্তি কাউকে কোথায় নিয়ে যেতে পারে তা কমিকপ্রেমীদের এই দলের থেকে শেখা উচিত। নিজেদের ক্ষমতার পরিসীমাগুলো পরখ করে দেখছে এরা প্রতিদিন আর তাতেই অনাবিল উত্তরণ।

গত ৫ তারিখ, শনিবার, সাউথসিটি আইনক্সের আইম্যাক্স স্ক্রিনে ডিসিসিবির পক্ষ থেকে ‘দ্য ব্যাটম্যান’ ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। অনেকেই ভাবতে পারেন যে আইম্যাক্সে প্রাইভেট স্ক্রিনিং ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি করাটাই তো শিবাজি পাল বা ইন্দ্রনীল আচার্যের রোজনামচা। শুরু হয়েছিল ‘ম্যান অফ স্টিল’-এর প্রাইভেট স্ক্রিনিং থেকে, তারপর ‘জাস্টিস লিগ স্নাইডার কাট’। এবারে একেবারে ‘দ্য ব্যাটম্যান’, তাও রিলিজের পরের দিনেই, একদম আইম্যাক্সে। গুণোত্তর প্রগতিতে এগিয়ে চলা এই সাফল্য নিয়ে কী বলছেন ডিসিসিবির স্ক্রিনিংয়ের আয়োজকরা?

The Batman Private Screening by DCCB

আইম্যাক্সের বড় পর্দায় শিবাজি পাল আর ইন্দ্রনীল আচার্য

মুখ্য আয়োজক শিবাজি পাল জানান যে, ‘আইনক্সের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় কোলাবোরেশন। এর আগে আমরা এখানে ম্যান অফ স্টিল দেখিয়েছিলাম। তবে, আইম্যাক্স স্ক্রিনে এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা। আমরা জানতাম ব্যাটম্যান ছবি নিয়ে উৎসাহ সবারই থাকবে, তবে এতটা সাড়া পাব সেটা আমরা কোনওদিন ভাবিনি। আমাদের অনুষ্ঠানের যাবতীয় সাফল্য আমি আমাদের পেজের সাপোর্টারদের উৎসর্গ করতে চাই।’

ইভেন্টের অন্যতম মুখ্য আয়োজক ইন্দ্রনীল আচার্য জানান, ‘সত্যি কথা বলতে আকারে আর আয়তনে এটা আমাদের সবথেকে বড় ইভেন্ট। কিন্তু শুরুটা এখনও আমরা ভুলিনি। গত বছর এই সময়েই আমার এই পাগলামিটার কথা জানিয়েছিলাম শিবাজিদা কে, বলেছিলাম পাশে থাকতে। কত মানুষ আমাদের এই ভাবনাটাকে প্রলাপ ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ ডিসিসিবি একটা হলে ২০০ জনকে ভরিয়ে দিতে পেরেছে। কোভিডের জন্য ১০০ জনকে না বলতে হয়েছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই ইভেন্টে এসেছিল আর যারা সব সময় আমাদের সঙ্গে থাকবে।’

The Batman Private Screening by DCCB

আয়োজক এবং দর্শকদের একাংশের ছবি

এবারের ইভেন্টে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় খ্যাত মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তাঁদের মধ্যে অন্যতম ছিল তালপাতার সেপাই। এছাড়াও বেশ কিছু ব্যক্তিত্বের উপস্থিতি এই ইভেন্টের আকর্ষণ ছিল। ইন্দ্রনীল বলেন, ‘আজ আমাদের এক কথায় এই প্রসিদ্ধ মানুষদের পেয়েছি। তাঁরাও নিশ্চয়ই কিছু একটা আশ্বাস পেয়েছেন বলেই এসেছেন এই স্ক্রিনিংয়ে।’

আরেকটা দারুণ বিষয় হল, এবারের ডিসিসিবির এই আয়োজনে ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়ার তরফ থেকে উদ্যোগও নেওয়া হয়েছিল। ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়ার পক্ষ থেকে দ্য ব্যাটম্যান ছবির পোস্টার পাঠানো হয় যা স্ক্রিনিংয়ের দিনে সমস্ত দর্শকদের দেওয়া হয়েছিল। ওয়ার্নার ব্রাদার্সের এই উদ্যোগে ইন্দ্রনীল আচার্য থেকে শুরু করে শিবাজি পাল সহ অন্যান্য অ্যাডমিনরাও দারুণ খুশি।

The Batman Private Screening by DCCB

ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো পোস্টার

দর্শকদের সবাইই দারুণ উৎসাহী এই স্ক্রিনিংয়ের অংশ হতে পেরে। জনৈক এক দর্শক জানান, ‘ডিসিসিবি আরও সাফল্য পাক আর বাঙালি খুব তাড়াতাড়িই কমিককনের সাক্ষী হোক।’ দর্শকদের চোখে মুখে উৎসাহ আর আনন্দের ছাপ স্পষ্ট ছিল। তাঁরা যে ডিসিসিবির ভবিষ্যৎ প্রযোজনার পাশে থাকবে তা এই ইভেন্ট দেখেই অনেকাংশে স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: Justice League Snyder Cut: DCCB-এর উদ্যোগে জাস্টিস লিগ স্নাইডার কাটের প্রাইভেট স্ক্রিনিং হল কলকাতায়!