Mir Afsar Ali: আমার পায়ে দড়ি বেঁধে আমাকে জলে ফেলে দেবেন না যেন: মীর আফসার আলি

Mir Afsar Ali: এই লোহার তৈরি অ্যাঙ্করকে জলে ফেলে দিতে হয়। মীরের কিন্তু লোহার শরীর নয়।

Mir Afsar Ali: আমার পায়ে দড়ি বেঁধে আমাকে জলে ফেলে দেবেন না যেন: মীর আফসার আলি
মীর আফসর আলি।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2022 | 8:32 AM

তিনি স্বভাবে গম্ভীর। কিন্তু মন থেকে হাসিখুশি এক ব্যক্তি। মীর আফসর আলি। কলকাতা যাঁকে চেনে তাঁর গলা দিয়ে। রেডিয়োতে শো করেন, এফএম-এ শো করেন, তিনি সঞ্চালনা করেন, আবার অভিনয়ও। একই অঙ্গে কত রূপ! তাঁরই নাম মীর। সম্প্রতি মীর গিয়েছিলেন সুন্দরবনে। সেখানে খাবার সংক্রান্ত একটি শোয়ের জন্যই তাঁর যাওয়া। একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন মীর। মজার না বলে, ‘উইটি’ বলা ভাল। যে ভিডিয়ো মীর শেয়ার করেছেন, সেখানে তিনি দাঁড়িয়ে আছেন একটি নৌকোয়। জলের মধ্যে নৌকোকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখার জন্য অ্যাঙ্করের (পড়ুন নোঙর) প্রয়োজন হয়। এই লোহার তৈরি অ্যাঙ্করকে জলে ফেলে দিতে হয়। তা হলেই নৌকো এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে পারে। মীরও অ্যাঙ্কর (পড়ুন সঞ্চালক)। কিন্তু দুটি অ্যাঙ্কর তো এক নয়।

এই সমোচ্চারিত ভিন্নার্থক ইংরেজি শব্দটি নিয়ে মস্করা করে মীর সেই ভিডিয়োতে বলেছেন, “ভাল করে দেখুন, এটাও অ্যাঙ্কর, আমিও অ্যাঙ্কর। আমি শো অ্যাঙ্করিং করি। তাই বলে আমার পায়ে দড়ি বেঁধে আমায় জলে ফেলে দেবেন না যেন।”

এমন একটি রসিকতা করে হাসিতে ফেটে পড়েন মীর। অট্টহাসিতে। হাসি তাঁর আর থামছিলই না যেন।

মঙ্গলবার (০৩.০৫.২০২২) ছিল খুশির ঈদ। সেদিন ছিল হিন্দুদের অক্ষয় তৃতীয়াও। নামাজ পড়ে সকলকে ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মীর। বলেছিলেন, “আপনারা খুব ভাল থাকবেন। ভাল ভাববেন। ভাল খাওয়া-দাওয়া, ওটাও অবশ্য করবেন।”