Ed Sheeran: শুধু এড শিরান নন, তাঁর ১৫ মাসের মেয়েও কোভিড পজেটিভ

কোভিডে আক্রান্ত হয়েই নিজেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। লিখেছিলেন, “হে গাইজ, সবাইকে জানাচ্ছি আমি কোভিডে আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছি ও সরকারী যাবতীয় নির্দেশিকা মেনে চলার চেষ্টা করছি।”

Ed Sheeran: শুধু এড শিরান নন, তাঁর ১৫ মাসের মেয়েও কোভিড পজেটিভ
এড শিরান।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 9:18 AM

জনপ্রিয় গায়ক এড শিরান কোভিড আক্রান্ত হয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। এই মুহূর্তে তিনি সুস্থ। তবে সম্প্রতি শিরান জানিয়েছেন শুহদু তিনি নন তাঁর ১৫ মাসের ছোট্ট মেয়ে লাইরাও কোভিডে আক্রান্ত হয়েছিল।

তাঁর কথায়, “আমার স্ত্রী আমার থেকে দূরে ছিল। আমি ছিলাম আমার মেয়ের সঙ্গে। ওরও হয়েছিল। বাবা হিসেবে আমার জন্য যা বেশ অসুবিধের।” করোনায় আক্রান্ত হওয়ার পর দুই মাস নিভৃতবাসে কেমন কাটল তাঁর। শিরানের উত্তর, ‘খুব খারাপ’। তিনি বলেন, “কোভিডে আক্রান্ত হওয়া এক বড় অদ্ভুত জিনিস। নেগেটিভ হওয়ার পরেও অনেকেই মনে করছেন আমি এখনও কোভিডে আক্রান্ত।” তিনি যোগ করেন, হঠাৎই করোনার কারণে তাঁর কর্ম জীবনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইংল্যান্ডে বেশ কিছু শো বাতিল করতে তিনি বাধ্য হয়েছেন।

কোভিডে আক্রান্ত হয়েই নিজেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। লিখেছিলেন, “হে গাইজ, সবাইকে জানাচ্ছি আমি কোভিডে আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছি ও সরকারী যাবতীয় নির্দেশিকা মেনে চলার চেষ্টা করছি।” তিনি আরও যোগ করেন, “এর মানে হল, এই মুহূর্তে আমি কারও সঙ্গে দেখা করতে অক্ষম। সেই কারণে আগে থেকে নির্ধারিত যাবতীয় সাক্ষাৎকার ও শো বাড়ি থেকেই করব আপাতত। যদি এ কারণে কারও অসুবিধে হয়ে থাকে সে জন্য ক্ষমা চাইছি। সবাই সুরক্ষিত থাকুন।”

এর মধ্যেই মুক্তি পেয়েছে শিরানের চতুর্থ স্টুডিয়ো অ্যালবাম। ‘স্যাটারডে নাইট লাইভ’-এও দেকগা গিয়েছে তাঁকে। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন শুনে চিন্তায় ছিলেন অনুরাগীরা। যদিও আপাতত কিছুটা হলেও স্বস্তি।

আরও পড়ুন, Diwali 2021: পুরনো গানের তালে মায়ের সঙ্গে নেচে নস্ট্যালজিক হৃতিক

View this post on Instagram

A post shared by Ed Sheeran (@teddysphotos)