Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Car Accident: বেপরোয়া গতির বলি, অভিনেতার গাড়িতে পিষে মৃত্যু মহিলার

Car Accident: বেপরোয়া গতির বলি। কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা নাগাভূষণের গাড়িতে পিষে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কী ঘটেছিল সেখানে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাতে বসন্তপুর সড়কে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন বছর ৪৮-এর ওই মহিলা।

Car Accident: বেপরোয়া গতির বলি, অভিনেতার গাড়িতে পিষে মৃত্যু মহিলার
অভিনেতার গাড়িতে পিষে মৃত্যু মহিলার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 2:35 PM

বেপরোয়া গতির বলি। কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় জনপ্রিয় অভিনেতা নাগাভূষণের গাড়িতে পিষে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কী ঘটেছিল সেখানে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর রাতে বসন্তপুর সড়কে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন বছর ৪৮-এর ওই মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতার গাড়িটি সে সময় উত্তরাহাল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন নাগভূষণই। অভিযোগ, নির্ধারিত গতিবেগের থেকে বেশি জোরেই গাড়ি চালানো হচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। ফুটপাথে হাঁটতে থাকা ওই দম্পতিকে পিষে দিয়ে সামনে ল্যাম্পপোস্টে ধাক্কা লাগে গাড়িটির। এক মুহূর্ত দেরি না করে দু’জনকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। তাঁর স্বামী এই মুহূর্তে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। এর পরেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় ওই অভিনেতাকে। অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বেপরোয়া গতির বলি নতুন নয়। কিছু দিন আগে এ রাজ্যে বেহালায় শিশুমৃত্যু বা নানা ঘটনায় বারেবারেই পুলিশের তরফে সতর্ক করা হলেও হুঁশ যে ফেরেনি সাধারণ থেকে সেলেব মহলেও। এই ঘটনা যেন তাঁরই নিদর্শন।