Katrina-Vicky: বিয়ের পর প্রথম জন্মদিন স্বামী ভিকির, কী শুভেচ্ছা বার্তা পাঠালেন স্ত্রী ক্যাটরিনা?

Birthday wish-Katrina-Vicky: বিয়ের পর থেকে লম্বা ছুটি তাঁরা পাননি কাজের জন্য। তাই মাঝে-মধ্যেই ছোট ছোট ছুটি নিয়ে তাঁরা বেড়িয়ে পড়েন। এবার তাঁদের ডেস্টিনেশন প্রথমে লন্ডন, তারপর আমেরিকা।

Katrina-Vicky: বিয়ের পর প্রথম জন্মদিন স্বামী ভিকির, কী শুভেচ্ছা বার্তা পাঠালেন স্ত্রী ক্যাটরিনা?
কাজের ফাঁকে ছুটি কাটানোর মুহূর্ত ভিকি-ক্যাটের
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2022 | 7:50 AM

গত বছর ডিসেম্বর মাসে বিয়ে হয় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal)। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন ভিকির। এই মুহূর্তে দুজনে রয়েছেন আমেরিকাতে। মাতৃদিবস আর ক্যাটরিনার মায়ের জন্মদিন উপলক্ষ্যে কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন দম্পত্তি। সেখান থেকে স্বামী ভিকির জন্মদিন সেলিব্রেট করার জন্য উড়ে যান নিউইয়র্ক। সেখান থেকেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে ভিকির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউওয়ার্ক ওয়ালা বার্থডে (নিউওয়ার্কে জন্মদিন)’। ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার কোনও একটি আকাশখোলা জায়গায় রয়েছেন দুজনে, যেখান থেকে পুরো আকাশ দেখা যাচ্ছে। ভিকি ক্যাটকে জড়িয়ে রয়েছেন, আর ক্যাট তাঁর দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো। অন্য আর একটি ছবিতে ভিকি ক্যাটের গালে চুমু খাচ্ছেন। ছবিতে তাঁদের ভালবাসার মুহূর্ত চোখে পড়ার মতো। ছবির সঙ্গে ক্যাপশন, ‘সহজভাবে করা…. তুমি থাকলে সব কিছু ভাল হয়ে যায়’।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

বিয়ের পর থেকে লম্বা ছুটি তাঁরা পাননি কাজের জন্য। তাই মাঝে-মধ্যেই ছোট ছোট ছুটি নিয়ে তাঁরা বেড়িয়ে পড়েন। এবার তাঁদের ডেস্টিনেশন প্রথমে লন্ডন, তারপর আমেরিকা। এর আগে লন্ডনে থাকার সময়ও ভিকি-ক্যাট চুটিয়ে উপভোগ করেছেন ছুটি। তাঁরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, প্রিয়াঙ্কার ভারতীয় রেস্তোরাঁতেও গিয়েছেন। সব ছবিই তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন সোশ্যাল মিডিয়াতে।

ছুটি কাটিয়ে ফিরে আসার পর ভিকি সম্ভবত শুরু করবেন ‘গোবিন্দ নাম মেরা’ ছবির কাজ। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকর, কিয়ারা আডবাণীকে। এর পাশাপাশি রয়েছে সারা আলি খানের সঙ্গে দুটো ছবি। একটি কাজ শুরু হয়েছে। লক্ষণ উতেকরের ছবি। যার কিছু ছবি দিয়ে সারা ভিকির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ‘উড়ি’ পরিচালক আদিত্য ধরের সঙ্গে আবার কাজ করতে চলেছে ভিকি ‘দ্য ইমর্টাল অশ্বথামা’ ছবিতে। এই ছবিতেও তাঁর বিপরীতে রয়েছেন সারা। এছাড়া মেঘনা গুলজারের সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন শাম মানেকশাউ-এর বায়োপিকে। অন্যদিকে ক্যাটরিনা করছেন সলমন খানের সঙ্গে’ টাইগার থ্রি’, সিদ্ধান্ত চতুর্বতী, ইশান খট্টরের সঙ্গে ‘ফোন ভুত’, শ্রীরাম রাঘবনের সঙ্গে ‘মেরি খ্রীসমাস’, যেখানে তিনি দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে কাজ করবেন। এছাড়া রয়েছে ফারহান আখতার পরিচালিত ছবি ‘জি লে যারা’। যেখানে তিনি আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। মানে আগামী কয়েক মাস স্বামী-স্ত্রী প্রবল ব্যস্ত থাকবেন নিজেদের কাজে। তাঁর আগে স্বামীর সঙ্গে ভালবাসার মুহূর্ত উপভোগ করছেন ক্যাটরিনা।