Mir-Iman: ‘তুমি হয়তো জান না…’, বছরশেষে মীরকে খোলাচিঠি লিখলেন ইমন

Mir-Iman:

Mir-Iman: 'তুমি হয়তো জান না...', বছরশেষে মীরকে খোলাচিঠি লিখলেন ইমন
বছরশেষে মীরকে খোলাচিঠি লিখলেন ইমন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 4:53 PM

স্বপ্ন কখনও সত্যি হয়। স্বপ্ন কখনও রূপ পায় বাস্তবে। বহুদিনের ইচ্ছে কখনও হয় সত্যি। একদা যে মানুষটির সঙ্গে কথা বলারও সুযোগ ছিল না আজ তিনিই সহকর্মী। আবেগঘন ইমন চক্রবর্তী। আর সেই মানুষটি মীর আফসর আলি। মীরের উদ্দেশে এক খোলা চিঠি লিখেছেন ইমন। দুজনের ট্রেনযাত্রার ছবি শেয়ার করে ইমন লিখছেন, “তুমি হয়তো জান না, মীর আফসার আলি, যখন হাউ মাউ খাউ হতো তখন কতবার ফোন করে বলেছিলাম একবার মীরদার সঙ্গে কথা বলব।। বলিয়ে দাও। কেউ শোনেনি।” ওই রিয়ালিটি শো’য়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত মীরকে। সাফল্য তখনও ইমনকে ছোঁয়নি। তাই পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে চেয়েও বারেবারেই ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’।

বদলেছে ভাগ্যের চাকা। ইমন এখন প্রতিষ্ঠিত। জাতীয় পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। আজ এক অনুষ্ঠানে যাওয়ার পথে মীরই তাঁর সহযাত্রী। ইমন লিখছেন, “আজকে মালদহ যাওয়ার পথে এক ট্রেনে এ প্রায় পাশাপাশি বসে যাওয়া। আর এই ছবিটা তোলা। আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি আমাদের ইমোশন মীর। তোমাকে আমরা খুব ভালবাসি।” ইমনের সঙ্গে সহমত অনেকেই। সত্যিই তো, ইচ্ছে আর পরিশ্রমের দ্বারা যে সবই সম্ভব। অনেকেই আবার ইমনের কাছেও রেখেছেন আবদার। আজ যারা ইমনকে চাইলেও ছুঁতে পারেন না, তাঁদেরও দাবি, একদিন ঠিক ইমনের সঙ্গেও এক মঞ্চে গান গাওয়ার সুযোগ হবে তাঁদেরও। প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ইমনের গান ‘মনের মতো পাগল পেলাম না’। গানটির মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন সপ্তর্ষি চৌধুরী, মণিকা দে, অমিত দাস। গানটির সুর ও কথা দেবজ্যোতি কর।

গান নিয়ে এর আগে ইমন বলেছিলেন, “খুব মজা করে গানটি করলাম। আমার ভীষণ ভাল লেগেছে”। তবে শুধু গানই নয় ছবি ও সিরিজেও কাজ করছেন ইমন। অন্যদিকে ব্যস্ত মীরও। তবে বছরশেষে একসঙ্গে এই ট্রেনভ্রমণ। আবেগঘর ইমন… আর মীর? তিনি কী বলবেন?