Anushka Sharma: দেড় বছরের মাথায় আবারও অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা? জোর গুঞ্জন বলিপাড়ায়

Anushka Sharma: ২০২১ সালে ভামিকার জন্ম হওয়ার পর ফের একবার সংসারে নতুন অতিথি?

Anushka Sharma: দেড় বছরের মাথায় আবারও অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা? জোর গুঞ্জন বলিপাড়ায়
বিশেষ কারণে জোর গুঞ্জন বলিপাড়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 6:57 PM

হঠাৎ করেই অনুষ্কা শর্মার মা হওয়ার গুঞ্জনে তোলপাড় বলিউড। ২০২১ সালে ভামিকার জন্ম হওয়ার পর ফের একবার সংসারে নতুন অতিথি? এই নিয়েই এখন চলছে বিস্তর আলোচনা। জানা গেল সত্যিটাও। একই সঙ্গে প্রকাশ্যে এল এই গুঞ্জনের সূত্রপাতের কারণও। মঙ্গলবারই  মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে বিরাট কোহলির সঙ্গে ঢুকতে দেখা যায় অনুষ্কাকে। এর পর থেকেই শুরু হয় নানা জিজ্ঞাসাবাদ। কেন হাসপাতালে গেলেন দম্পতি? তবে কি নতুন কোনও খবর? ইত্যাদি প্রশ্নে ছেয়ে যায় তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

অবশেষে বুধবার জানা গেল বিরুষ্কার হাসপাতালে যাওয়ার আসল কারণ। জানা গিয়েছে, গাইনি নয় বরং তাঁরা গিয়েছিলেন ফিজিয়োথেরাপিস্টের কাছে। অনুষ্কা আপাতত মা হচ্ছেন না। যা রটেছে তা জল্পনা ছাড়া কিছুই নয়।

১১ জানুয়ারী, ২০২১– মা হন অনুষ্কা শর্মা। পরিবারে আসে ভামিকা কোহালি। ভামিকাকে বরাবরইও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন কোহলি পরিবার। প্রসঙ্গত, কিছুদিন আগে সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় বি জুমানি জানিয়েছিলেন ভাগ্য নাকি অনুষ্কার জন্য লিখে রেখেছে নতুন কাহিনী। তিনি নাকি মা হতে পারেন আবারও। ভামিকা জন্মের আগে সঞ্জয়ের করা হিসেব মিলে গিয়েছিল অনুষ্কার জীবনে। তিনি বলেছিলেন অনুষ্কা লকডাউনের মধ্যেই মা হবেন। হয়েওছেন তাই। এবার নাকি ওই সংখ্যাতত্ত্ববিদের বক্তব্য, নিজের ৩৭ থেকে ৩৮ বছর বয়সে আবারও সন্তানের জন্ম দেবেন অনুষ্কা।

তাঁর কথায়, “কোভিডের আগে অনুষ্কার মা আমাদের কাছে এসেছিল। আমি তখনই তাঁকে জানাই ওঁর মেয়ে সন্তান জন্ম দেবেন আর কিছুদিনের মধ্যেই। উনি হেসেছিলেন। বলেছিলেন আপাতত ওঁদের কেরিয়ার ছাড়া আর কোনও প্ল্যানিং নেই। আমার এই হিসেব কোনও জাদুমন্ত্র নয়। সংখ্যা বিচার করেই এমন বলেছিলাম আমি।” প্রথম হিসেব মিলে গিয়েছে। এই মুহূর্তে অনুষ্কার বয়স ৩৪ বছর। আর কয়েক বছর পর দ্বিতীয় হিসেবও মেলে কিনা সেটাই এখন দেখার বিষয়।