Vicky-Katrina: হাতের চূড়া খোলেননি ক্যাটরিনা, মানছেন সব নিয়ম, মেহেন্দি রাঙা হাতে শেয়ার করলেন নতুন বাড়ির ছবি

মুম্বইয়ের অভিজাত এলাকায় ভিকিকে নিয়ে সংসার পেতেছেন তিনি। জুহুতে বিচের ধারে তাঁদের বিলাসবহুল ফ্ল্যাট। বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের নীল জলরাশি। ভিকির হাতে হাত রেখে নতুন সংসার পাতার সেই ছবিই শেয়ার করে ক্যাট লিখেছেন 'হোম'।

Vicky-Katrina: হাতের চূড়া খোলেননি ক্যাটরিনা, মানছেন সব নিয়ম, মেহেন্দি রাঙা হাতে শেয়ার করলেন নতুন বাড়ির ছবি
মেহেন্দি রাঙা হাতে শেয়ার করলেন নতুন বাড়ির ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 11:41 PM

বিয়ে হয়েছে এগারো দিন। আচার মেনে এখনও হাতের চূড়া খোলেননি তিনি। চেয়েছিলেন পঞ্জাবী রীতিতে বিয়ে করতে। পালন করতে চেয়েছিলেন বিয়ের যাবতীয় সাবেকি উপাচার। সেই নিয়ম মেনেই ক্যাটরিনা কাইফ সিঁদুর-চূড়ায় মুড়ে রেখেছেন নিজেকে। চূড়া পরা হাতে মেহেন্দির গাঢ় রঙে যোগ হয়েছে ভিকির ভালবাসার রঙ। আর সেই ভালবাসাতেই সিক্ত হয়ে তাঁদের নতুন সংসারের প্রথম ঝলক শেয়ার করলেন ক্যাটরিনা।

মুম্বইয়ের অভিজাত এলাকায় ভিকিকে নিয়ে সংসার পেতেছেন তিনি। জুহুতে বিচের ধারে তাঁদের বিলাসবহুল ফ্ল্যাট। বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের নীল জলরাশি। ভিকির হাতে হাত রেখে নতুন সংসার পাতার সেই ছবিই শেয়ার করে ক্যাট লিখেছেন ‘হোম’। সূত্রের খবর, বিয়েতে প্রায় ১৫ কোটি টাকা দিয়ে কেনা ওই ফ্ল্যাটটি নাকি কিনেছেন ক্যাটরিনাই। বিয়েতে বরকে তাঁর উপহার ওই ফ্ল্যাট। তাঁদের প্রতিবেশী অনুষ্কা-বিরাট। একদিন আগেই সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশের পুজো ছিল। হাজির ছিলেন ভিকির বাবা-মাও।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।