Karwa Chauth 2022: সিঁথিতে চওড়া সিঁদুর, ভিকির জন্য উপবাস, ক্যাটরিনাকে এভাবে আপনি আগে দেখেননি!
Katrina-Vicky: গত বছর ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা-ভিকি। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন।
হালফিল ফ্যাশন থেকে বহু যোজন দূরে, একেবারে ট্র্যাডিশনাল পোশাকে হাজির ক্যাটরিনা কাইফ। করলেন উপোস, পরলেন শাড়ি, নির্দিষ্ট নিয়ম মেনে চাঁদ ও ভিকির মুখ দেখে তবেই ভঙ্গ করলেন উপবাস। ক্যাটরিনার এই রূপ আপনি আগে দেখেননি। দেখবেনই বা কী করে? বিয়ের পর এই তো তাঁর প্রথম করওয়া চৌথ। শুধু ভিকিই নয়, শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমে উঠল অভিনেত্রীর এই বিশেষ দিন। একগুচ্ছ ছবি শেয়ায়র করেছেন ক্যাটরিনা। কোনও ছবিতে তাঁর ফটোগ্রাফার ভিকি আবার কোনও ছবিতে ভিকির সঙ্গেই ক্যামেরাবন্দি হয়েছেন ক্যাট। বিদেশে জন্ম নেওয়া, সেখানেই বড় হওয়া ক্যাটের এই রূপে মুগ্ধ নেটিজেন। তাঁদের একটাই কথা, “দুজনকেই মানিয়েছে দারুণ “।
গত বছর ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা-ভিকি। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের। কেরিয়ারের দিক থেকে ক্যাটরিনা ভিকির বহু আগে থেকেই ইণ্ডাস্ট্রিতে রয়েছেন। বয়সেও তিনি ভিকি কৌশলের থেকে খানিক বড়। তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।
View this post on Instagram