Kumar Shanu: ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চে বড় চমক দিতে চলেছেন কুমার শানু, দীপাবলির আগেই হতে চলেছে বড়সড় ধামাকা

গানের রিয়্যালিটি শো 'সুপার সিঙ্গার'-এর সঙ্গে অনেকদিন ধরে জড়িত গায়ক কুমার শানু। তিনি এই শোয়ের বিচারক।

Kumar Shanu: 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে বড় চমক দিতে চলেছেন কুমার শানু, দীপাবলির আগেই হতে চলেছে বড়সড় ধামাকা
শ্যামা সঙ্গীত গাইছেন কুমার শানু
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 9:33 PM

‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা…’

কুমার শানুর কণ্ঠে এই শ্যামা সঙ্গীত শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। প্রতিবার কালী পুজো এলেই এই গান কানে ভেসে আসে আমাদের প্রত্যেকের। কখনও পাড়ার প্যান্ডেলে, কখনও কোনও গানের অনুষ্ঠানে, কখনও বা টিভির পর্দায়। এবার সেই গানই ফের একবার গাইলেন বিখ্যাত গায়ক কুমার শানু। তাও আবার ‘সুপার সিঙ্গার’ সিজন ৩-এর মঞ্চে।

গানের রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর সঙ্গে অনেকদিন ধরে জড়িত গায়ক কুমার শানু। তিনি এই শোয়ের বিচারক। মাঝেমধ্যেই তাঁকে গান গাইতে দেখা যায় শোতে। এবার কালী পুজোর ঠিক আগেই বড়সড় চমক নিয়ে এলেন কুমার শানু। শোতে  প্রথমবার গাইলেন তাঁরই গাওয়া জনপ্রিয় শ্যামা সঙ্গীত।

আসন্ন শনিবার, অর্থাৎ ৩০ অক্টোবর, ‘সুপার সিঙ্গার’ সিজন ৩-এ থাকছে বিশেষ এপিসোড। কালীপুজো উপলক্ষ্যে স্পেশ্যাল এপিসোডের নাম দেওয়া হয়েছে ‘ভক্তির আরাধনা’। সেখানেই ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল’ গাইবেন কুমার শানু।

কুমার শানু ছাড়াও এই রিয়্যালিটি শোয়ের বিচারকরা হলেন কৌশিকী চক্রবর্তী ও সোনু নিগম। শোয়ের সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত। সারাদেশের ৩২জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় এবারের ‘সুপার সিঙ্গার’-এর পথচলা। বিচারকরা ছাড়াও শোয়ের সঙ্গে যুক্ত আছেন আরও কয়েকজন সঙ্গীত শিল্পী। তাঁদের ভূমিকা মেন্টর কিংবা গ্রুমারের। তাঁদের মধ্যে অনেকেই উঠে এসেছেন রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে। রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়, সুজয় ভৌমিক, রাজীব দাস, দীপান্বীতা চৌধুরীরা। এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিযোগীদের মধ্যে।

আরও পড়ুন: Jugal Hansraj: ছোটদের জন্য বই লিখেছেন যুগল হান্সরাজ, অনুপ্রেরণা তাঁর নিজের ছেলে

আরও পড়ুন: Shahrukh Khan: শাহরুখের পোশাকে পাকিস্তানি যোগ, নতুন বিজ্ঞাপনে ট্রেন্ডিং কিং খান