Actor’s Death: আবারও এক মর্মান্তিক মৃত্যু, মাত্র ৩৯-এ দুর্ঘটনায় শেষ অভিনেতা, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
Actor's Death: সুচন্দ্রা দাশগুপ্ত থেকে বৈদেহী উপাধ্যায়... মাত্র দেড় মাসে সড়ক কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। এবার আরও এক মর্মান্তিক মৃত্যু।
সুচন্দ্রা দাশগুপ্ত থেকে বৈদেহী উপাধ্যায়… মাত্র দেড় মাসে সড়ক কেড়ে নিয়েছে একের পর এক প্রাণ। এবার আরও এক মর্মান্তিক মৃত্যু। প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধী। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। কেরালার ত্রিসুরের কাছে সোমবার ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোল্লাম ছাড়াও উল্লাস আরুর, বিনু আদিমালি ও মহেশ নামক আরও তিন ব্যক্তি সোমবার ভোরে গাড়ি করে যাচ্ছিলেন। আচমকাই ভোর সাড়ে চারটা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের তরফে বলা হয়, “দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সবাইকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যদিও কোল্লমকে বাঁচানো যায়নি। বাকি তিন জনও আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।” এই অনভিপ্রেত ঘটনায় শোকজ্ঞাপন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোল্লামের মৃত্যুতে শোকবার্তা তাঁর। মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। অভিনয় করেছিলেন বেশ কিছু টেলিভিশন শো-য়ে। দেখা গিয়েছিল ছবিতে। এভাবে হঠাৎ করেই যে তিনি ‘নেই’ হয়ে যাবেন তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।
কিছু দিন আগেই এই বাংলা প্রত্যক্ষ করেছিল এমনই এক মর্মান্তিক ঘটনা। মাত্র ২৯ বছরে সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুট শেষে এক অ্যাপ ক্যাব চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকাই গাড়ির সামনে এক সাইকেল চলে আসে। ক্যাব ড্রাইভার ব্রেক কষেন। পড়ে যান সুচন্দ্রা। পিছন থেকে আসছিল এক ট্রাক। যা তাঁকে পিষে দিয়ে চএল যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুধু সুচন্দ্রাই নয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বৈদেহী উপাধ্যায়ও কিছু দিন আগেই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন। কিছু দিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল বৈদেহীর। দুই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক মর্মান্তিক ঘটনা,– এর শেষ কোথায়?