Kavin Conroy: কণ্ঠ হারাল ‘ব্যাটম্যান’, প্রয়াত ভাষ্যকার কেভিন কনরয়

Batman: কণ্ঠ হারাল ব্যাটম্যান, শোনা যাবে না সেই চেনা কণ্ঠস্বর, ব্যাটম্যান-এর সেটাই ছিল প্রথম পরিচিতি।

Kavin Conroy: কণ্ঠ হারাল 'ব্যাটম্যান', প্রয়াত ভাষ্যকার কেভিন কনরয়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 9:07 AM

চেনা শরীর, চেনা কণ্ঠ, এই দুইয়েই পরিচিতি তৈরি হয় যে কোনও আইকনিক চরিত্রের। ব্যাটম্যান (Batman)-এর ক্ষেত্রেও তেমনটাই ঘটে। চেনা স্কেচ সঙ্গে চেনা কণ্ঠস্বর, যা শোনা মাত্রই এক বাক্য আমরা বলে ফেলি এটা ব্যাটম্যান-এর কণ্ঠস্বর। সেই প্রিয় চরিত্রই এবার বাকরুদ্ধ। ভাষা হারাল ব্যাটম্যান। প্রয়াত হলেন ভাষ্যকার কেভিন কনবয় (Kavin Conroy Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কণ্ঠশিল্পীর এই প্রয়ানের খবর সামনে প্রথম আনে ওয়ার্নার ব্রাদার্স। তাঁদের তরফ থেকেই জানান হয় এই মৃত্যু সংবাদ। দীর্ঘদিন ধরেই তিনি নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। ক্যান্সারের মতো মারণ রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে।

বৃহস্পতিবারই মৃত্য ঘটে এই স্টারের। ১৯৯২ সাল থেকে দর্শকদের মনে তাঁর কণ্ঠই ব্যাটম্যানের পরিচিতি হয়ে রয়ে গিয়েছে। কার্টুন সিরিজ়ের পর ছবি, টেলিভিশন, দর্শকদের স্মৃতিতে কেবলই কেভিনের কণ্ঠই স্মৃতি হয়ে রয়েগিয়েছে। এবার পালাবদলের পালা। কণ্ঠ হারাল ব্যাটম্যান, শোনা যাবে না সেই চেনা কণ্ঠস্বর, ব্যাটম্যান-এর সেটাই ছিল প্রথম পরিচিতি। ফলে নতুন কোনও কণ্ঠ সেই জায়গায় কখনও সামনে আনার কথা ভাবাই হয়নি। এবার স্টারের মৃত্যু সংবাদ সামনে আসতেই সকলের মন খারাপ। ব্যাটম্যান-এর সঙ্গে থেকে যাবে কেভিনের কণ্ঠস্বর।

কেরিয়ারের শুরুটা হয়েছিল টিভি থেকেই। অভিনয় শিক্ষা নেওয়ার পরই তিনি দস্তুর মতো মাঠে নেমে পড়েছিলেন অবিনয় করতে। তবে একটা সময়ের পর তিনি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ও ভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ব্যাটম্যান-এর হাত ধরেই। তবে থেকেই শুরু হয় কেরিয়ারে এক অন্য গ্রাফ। সকলের পরিচিতিতে নজর কেড়েছিলেন তিনি। তাক লাগিয়েছিলেন নয়া অবতারে। বিশ্বজুড়ে নাম ছড়িয়েছিল তাঁর। কেভিনের জীবনাবসানের খবর সামনে আসতেই এক কথায় শোকে ভেঙে পড়ে ব্যাটম্যান ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট হতে থাকে ভাইরাল। শোকজ্ঞাপন করেছেন একাধিক সেলেব।