তামিল পরিচালকরাই সিনেমায় বৃষ্টি নামালেন; ব্যাপারখানা কী?

Rain On Films: ভারতীয় সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম - তাঁদের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে দশকের পর দশক ছবি রিমেক করছে উত্তর ভারত। মুম্বইও বাদ নেই।

তামিল পরিচালকরাই সিনেমায় বৃষ্টি নামালেন; ব্যাপারখানা কী?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 2:03 PM

এরকমটা খুব একটা দেখা যায় না। প্রযোজকরা যৌথভাবে ছবি তৈরি করেছেন বহুবার। কিন্তু একাধিক পরিচালক মিলে ছবি প্রযোজনা করেছেন, বলা ভাল প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন, এমনটা বোধহয় আগে ঘটেনি। ঘটলেও শোনা যায়নি।

ভারতীয় সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম – তাঁদের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে দশকের পর দশক ছবি রিমেক করছে উত্তর ভারত। মুম্বইও বাদ নেই। সেখানেই তৈরি হচ্ছে ‘বাহুবলী’র মতো বড় বাজেটের ছবি। মুম্বই থেকে উড়ে এসে দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাটের মতো তারকারাও।

দক্ষিণ ভারতের একাধিক পরিচালক – মণিরত্নম, শঙ্কর, গৌতম বাসুদেব মেনন, এআর মুরুগাদোস, মিস্কিন, ভেত্রিমরণ, লিঙ্গুস্বামী, শসি, বসন্ত বলন, বালাজি শক্তিবেল, লোকেশ কানাগারাজ প্রমুখ… মিলে তৈরি করলেন একটি প্রযোজনা সংস্থা। নাম দিয়েছেন ‘রেন অন ফিল্মস’।

কী কী কাজ করবে এই সংস্থা? জানা যাচ্ছে ফিচার ছবি তৈরি করবে, অ্যান্থোলজি বানাবে, সিরিজ বানাবে, শো তৈরি করবে। কিন্তু বেশির ভাগটাই তৈরি করবে ওটিটি প্ল্যাটফর্মে জন্যে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যদিও। তবে আশা করা যায়, সেপ্টেম্বরেই খুলবে প্রযোজনা সংস্থার স্টুডিও।

এই প্রকল্পের পথপ্রদর্শক কে? 

জানা গিয়েছে, এর আইডিয়া মণিরত্নমের মস্তিষ্কপ্রসূত। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘নবরস’ অ্যান্থোলজিক্যাল ড্রামা তৈরি করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মের প্রতি তাঁর আগ্রহের কথা আগেই ব্যক্ত করে দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। তিনি মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মে অনেক ধরনের বিষয়বস্তু তুলে ধরা যায়। অনেক এক্সপেরিমেন্ট করা যায়।

রেন অন ফিল্মসের হয়ে কে প্রথম ছবি তৈরি করছেন?

শোনা যাচ্ছে, লোকেশ কানাগারাজ প্রযোজনা সংস্থার প্রথম ছবি পরিচালনা করবেন। কমল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাসিলকে নিয়ে ‘বিক্রম’ ছবিটি শেষ করার পরই সেই ছবির কাজ শুরু করবেন লোকেশ।

অন্যদিকে মণিরত্নমও তার পরবর্তী ছবি ‘পোন্নিইন সেলভান’ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি আগামী বছর হলে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

দক্ষিণ ভারতীয় সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজোট হয়েছেন তামিল পরিচালকরা। বাংলার ক্ষেত্রে কি এমনটা কোনওদিনও হবে? সময় বলবে…

আরও পড়ুনএই জজমেন্টাল সোসাইটিতে বিয়ে না করে মা হওয়ার জন্য ধক লাগে: শ্রীলেখা মিত্র

আরও পড়ুন‘আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গর্বিত বাবা’, কেন বললেন সুনীল শেট্টি