Nushrratt Bharuccha: ইজ়রাইল থেকে ফিরে বিবৃতি নুসরতের; দ্বিতীয় জন্ম পেয়েছেন তিনি!
Israel War: এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে, নিজের টিমকে বাঁচিয়ে দেশে নিরাপদে ফিরে আসা বিরাট বড় বিষয় বলে মনে করছেন নুসরত। হয়তো এটাই তাঁর কাছে দ্বিতীয় জীবন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য ইজ়রাইলের দূতাবাসকে অনেক ধন্যবাদও জানিয়েছেন নুসরত। ধন্যবাদ জানিয়েছেন হোটেলের কর্মী, ট্য়াক্সি ড্রাইভারদেরও।
সম্প্রতি ইজ়রাইল থেকে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ইজ়রাইল এবং প্যালেস্টাইনের যুদ্ধের মাঝে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। বিমানবন্দরে তাঁকে দেখে বিধ্বস্ত বলে মনে হয়েছে সক্কলের। নুসরতের চোখে মুখে লেগেছিল যুদ্ধকালীন ভীতির ছাপ। এরপরে একটি বিবৃতিও দিয়েছেন নুসরত। সেখানে তিনি ব্যক্ত করেছেন ইজ়রাইলের তাঁর কাটানো ৩৬ ঘণ্টা। তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ সময় ছিল সেটা। যা তিনি কোনওদিনও ভুলতে পারবেন না।
নুসরত জানিয়েছেন, সকালবেলা বোমার আওয়াজ শুনে ঘুম ভেঙেছিল তাঁদের। চারপাশে শোনা যাচ্ছিল সাইরেনের আওয়াজ। এমনটা ঘটেছে ৬ অক্টোবর শনিবার সকালে। একটি হোটেলের বেসমেন্টে কোনও মতে আশ্রয় পেয়েছিলেন তাঁরা। তাঁদের জানানো হয়, ইজ়রাইলকে আক্রমণ করা হয়েছে। এবং সেই আক্রমণ করেছে প্যালেস্টাইন। নুসরত জানিয়েছেন, তাঁরা কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। প্রাণ হাতে করে কোনও মতে ভারতীয় দূতাবাসে পৌঁছেছিলেন তাঁরা। রাস্তায় কোনো গাড়িঘোড়াও পাননি। রাস্তাঘাট ভাঙচুর হয়ে পড়েছিল। প্যালেস্টাইনের সেনারা নাকি জোর করে ইজ়রাইলিদের বাড়ি থেকে বের করে আনছিলেন রাস্তায়। রাস্তাতেই তাঁদের গুলি করে মারছিলেন তাঁরা। এসবই নুসরতরা দেখেছেন নিজের চোখে।
এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে, নিজের টিমকে বাঁচিয়ে দেশে নিরাপদে ফিরে আসা বিরাট বড় বিষয় বলে মনে করছেন নুসরত। হয়তো এটাই তাঁর কাছে দ্বিতীয় জীবন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য ইজ়রাইলের দূতাবাসকে অনেক ধন্যবাদও জানিয়েছেন নুসরত। ধন্যবাদ জানিয়েছেন হোটেলের কর্মী, ট্য়াক্সি ড্রাইভারদেরও।