Prabhas: শ্রদ্ধা পূজা জ্যাকলিন হ্যাঙ্গওয়ার ইতি, এবার প্রভাসের নজরে কোন বলিউড হটডিভা

South Movie: দক্ষিণী ছবির দাপটের দিকে নজর রেখে এবার তিনি কোমড় বেঁধে নেমে পড়তে চলেছেন তাঁর আগামী ছবির কাজে। সঙ্গে নিলেন কোন বলিউড অভিনেত্রীকে।

Prabhas: শ্রদ্ধা পূজা জ্যাকলিন হ্যাঙ্গওয়ার ইতি, এবার প্রভাসের নজরে কোন বলিউড হটডিভা
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 9:18 AM

বাহুবলির পর প্রভাসের নজর বলিউড সেলেবদের দিকে। একের পর এক বলিউড অভিনেত্রীদের সঙ্গে জোট বাঁধছেন তিনি। কখনও অ্যাকশন প্যাক সাহো-র জন্য তাঁর পছন্দের তালিকাতে থেকেছে জ্যাকলিন ফার্নান্দেজ, শ্রদ্ধা কাপুর, কখনও আবার প্রভাসের তালিকাতে থেকে পূজা হেগেড়ে। তবে বাহুবলি ও সাহোর ধারে কাছেও যেতে পারেনি তাঁর শেষ ছবি রাধে শ্যাম। তাই থেমে থাকা নয়। একের পর এক ভাল কাজ এখন তিনি দর্শকদের উপহার দিতে চলেছেন। নিজের শেষ ছবির ব্যর্থতা নিয়ে নিজেই মুখ খুলেছিলেন প্রভাস।

একটা ছবিকে সম্পূর্ণ রূপে নিজের পায়ের তলার জমি ধরে রাখতে হলে সব দিক থেকে তাঁকে সফল হতে হবে। কারণ প্রতিটা পদে পদে দর্শক এখন চুলচেরা বিচার করে তবেই একটি ছবিকে গ্রহণ করে। আর প্রভাসের ক্ষেত্রে খামতি থাকল সেখানেই। ছবির রিভিউ সামনে আসতেই তা প্রমাণিত। ছবির কন্টেন্ট মোটেও পছন্দ করতে পারল না দর্শকেরা। কড়া সমালোচনার মুখে পড়তে হল তাঁকে। এবার তা নিয়ে প্রশ্ন করতেই এবার সপাট জবাব দিলেন প্রভাস নিজেই। তিনি স্বীকার করে নেন ভুল তাঁদের মধ্যেই ছিল।

তবে সেখানেই থেমে থাকা নয়। দক্ষিণী ছবির দাপটের দিকে নজর রেখে এবার তিনি কোমড় বেঁধে নেমে পড়তে চলেছেন তাঁর আগামী ছবির কাজে। আর এবার তাঁর লক্ষ্যে বলিউডের অ্যাশকন কুইন দিশা পাটানি। সম্প্রতি দিশার কাছে পৌঁছে গেল প্রভাসের টিমের তরফ থেকে উপহার, সঙ্গে ছবিতে কাজ করার জন্য অগ্রীম শুভেচ্ছা বার্তা। ছবির নাম প্রজেক্ট কে। প্রভাসের এবারের ছবির মূলে কোন রহস্য, তা এখনও স্পস্ট না হলেও অ্যাকশন প্যাক যদি ছবির মূলে থেকে থাকে, তবে দিশা যে তাতে বেশ কিছুটা ভাল সংযোজন, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। কারণ দিশাই তাঁর নানা ভিডিয়োতে প্রমাণ করেছেন তাঁর ক্ষমতা ও দক্ষতা।