Ram Charan: মুখ ঢেকেও লাভ হল না, পরিবারের ‘ছোট্ট ভুলে’ রামচরণের মেয়ের ছবি ফাঁস! 

Ram Charan: আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো তাঁরাও ঠিক করে নিয়েছিলেন মেয়ের মুখ কিছুতেই দেখাবেন না। তাঁরা অর্থাৎ সুপারস্টার রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি। সেই মর্মেই মেয়ের ছবি শেয়ার করলেও মুখ ঢেকে রাখছিলেন ইমোজি দিয়ে। কিন্তু তাঁদেরই এক ভুলে এবার মেয়ের ছবি দেখে ফেললেন সকলে। কীভাবে?

Ram Charan: মুখ ঢেকেও লাভ হল না, পরিবারের 'ছোট্ট ভুলে' রামচরণের মেয়ের ছবি ফাঁস! 
কীভাবে হল এই ভুল?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 8:30 AM

আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো তাঁরাও ঠিক করে নিয়েছিলেন মেয়ের মুখ কিছুতেই দেখাবেন না। তাঁরা অর্থাৎ সুপারস্টার রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি। সেই মর্মেই মেয়ের ছবি শেয়ার করলেও মুখ ঢেকে রাখছিলেন ইমোজি দিয়ে। কিন্তু তাঁদেরই এক ভুলে এবার মেয়ের ছবি দেখে ফেললেন সকলে। কীভাবে? জানলে তাজ্জব হয়ে যাবেন। সম্প্রতি পরিবারের সঙ্গে তাসকেনিতে ছুটি কাটাতে গিয়েছিলেন রামচরণের পরিবার। সেখান থেকেই এক ফ্যামিলি ফটো শেয়ার করেন তাঁরা। ছবিতে হাজির ছিলেন তাঁদের মেয়ে ক্লিন কারাও।

ক্লিনের মুখ ইমোজি দিয়ে ঢেকে রাখলেও রামচরণ বা তাঁর স্ত্রী খেয়ালই করেননি সামনের সুইমিং পুলে দেখা যাচ্ছে ক্লিনের প্রতিবিম্ব। তাঁরা খেয়াল না করলে কী করে হবে? নেটিজেনদের কিন্তু চোখ এড়াল না। ছবিগুলি উপাসনা সামাজিক মাধ্যমে দিতেই জুম করে সকলেই দেখে নিলেন ছোট্ট ক্লিনের মুখ। ওই এক ঝলক দেখা পেতেই নেটিজেনদের একটা বড় অংশের নিদান ছোট্ট ক্লিনকে দেখতে নাকি বাবার মতো। যদিও ওই টুকু দেখায় তা হলফ করে বলা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

প্রসঙ্গত, বিয়ের দশ বছর পর বাবা-মা হল রাম ও উপাসনা। এ নিয়ে যদিও কম প্রশ্নের মুখোমুখি হতে হয়নি তাঁদের। কবে বাচ্চা হবে? কেন হচ্ছে না? এহেন হাজার জিজ্ঞাসায় দগ্ধ হতে হয়েছে দু’জনকেই। গর্ভাবস্থায় এ নিয়ে মুখও খুলেছিলেন উপাসনা। বলেছিলেন, “এটা সম্পূর্ণ আমাদের দু’জনের সিদ্ধান্ত ছিল। আমরা স্থির করেছি কখন আমাদের সন্তানকে পৃথিবীতে আনবো। পরিবার বা সামাজিক কোনও চাপের কাছে প্রভাবিত হইনি আমরা।” আপাতত মেয়েকে নিয়েই সময় কাটছে বাবা-মায়ের। সঙ্গে পাল্লা দিয়ে চলছে নতুন নতুন সব কাজ।