Ranbir Kapoor: দক্ষিণে রাজত্ব করতে রণবীর হাজির ভাইজাগ, জানালেন প্রিয় দক্ষিণী তারকার নামও
Ranbir Kapoor: ‘ব্রক্ষ্মাস্ত্র ১: শিবা’ ছবির আগের টিজারে পাওয়া গিয়েছিল ছবির নায়ক-নায়িকা রণবীর-আলিয়ার লুক। নতুন টিজারে ছবির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ চরিত্রদের লুক সামনে এল।
দক্ষিণী ছবি হিন্দি ভাষায় ডাব করে বলিউড কাঁপাচ্ছে, এবার বলিউডও নিজেদের ছবি নিয়ে হাজির হচ্ছে দক্ষিণে। দক্ষিণী ভাষায় ছবি রিলিজ করেই থামতে রাজি নয় বলিউড, এবার ছবির প্রচারও করতে শুরু করল হিন্দি ছবি। তাঁদের ‘ব্রক্ষ্মাস্ত্র ১: শিবা’ (Brahmastra) ছবির নতুন টিজার লঞ্চ করে, ১৫ জুন আসতে চলেছে ছবির ট্রেলার সেই খবর নিয়ে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং অয়ন মুখোপাধ্যায় উপস্থিত ভাইজাগ।সঙ্গে রেখেছেন রাজামৌলিকে। সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের উত্তরে মাঝে রণবীরকে জিজ্ঞাসা করা হয়, কোন দক্ষিণী তারকার তিনি অনুরাগী? একটু থেমে ছবির শিবার উত্তর “আই লাভ মাই ডার্লিং প্রভাস (আমার প্রিয় প্রভাস)”। এখানেই থামেননি রণবীর। যোগ করলেন প্রভাস তাঁর খুব ভাল বন্ধু।
View this post on Instagram
‘ব্রক্ষ্মাস্ত্র ১: শিবা’ ছবির আগের টিজারে পাওয়া গিয়েছিল ছবির নায়ক-নায়িকা রণবীর-আলিয়ার লুক। নতুন টিজারে ছবির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ চরিত্রদের লুক সামনে এল। মহাকাব্যিক সুপারহিরো এই ছবিতে বিজ্ঞানীরূপে দেখা দেবেন অমিতাভ বচ্চন। সঙ্গে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নাগার্জুন। ছবির একমাত্র খলনায়িকা মৌনি রায়। কিছুদিন আগেই মৌনি নিজেই সেই খবর দিয়েছেন তাঁর একটি সাক্ষাৎকারে। তিনজনকে ছবিতে কেমন দেখতে লাগবে, তা প্রকাশ্যে এল।
৯ সেপ্টেম্বর, ২০২২ মুক্তি পাবে ‘ব্রক্ষ্মাস্ত্র ১: শিবা’। এই ছবির সেট থেকে শুরু হয়েছিল প্রেম। শুটিং শেষ হতে হতেই তা বিয়ের পিঁড়িতে পৌঁছায় রালিয়ার। প্রথম ছবি একে অপরের সঙ্গে। যা বিয়ের পর মুক্তি পাচ্ছে। অয়নের ট্রিলজি ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’। এরপর আরও দুটো ছবি দেখতে পাওয়া যাবে। ছবিতে ডিম্পল কাপাডিয়া আছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শাহরুখ খান থাকবেন রাহুলরূপে। ছবিতে বিজ্ঞানীর ভুমিকায় অভিনয় করবেন তিনি ক্যামিও চরিত্রে।