ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কিংবদন্তী পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র
১৯৩৬ সালে ২৪ জুন নিউ ইয়র্কে জন্ম নেন রবার্ট ডাউনি সিনিয়র। তাঁর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি
আবারও এক খারাপ খবর। প্রয়াত হলেন কিংবদন্তী পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র। যিনি সম্পর্কে হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি সিনিয়রের বাবাও। বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারসূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি।
বাবার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে শেয়ার করে ছেলে রবার্ট ডাউনি লিখেছেন, “ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃত চিত্র পরিচালক। সারাজীবন চূড়ান্ত আশাবাদী থেকেছেন মানুষটি। আমার সৎ মা’র মতে ২০০০-এর বেশি সময় ধরে হ্যাপিলি ম্যারেড ছিলেন বাবা।” পিতৃহারা রবার্ট ডাউনির জন্য কমেন্ট বক্সে ভিড় করেছে সমবেদনা। কঠিন সময় দ্রুত কাটাতে পাশে থাকার বার্তা অনুরাগীদের।
View this post on Instagram
১৯৩৬ সালে ২৪ জুন নিউ ইয়র্কে জন্ম নেন রবার্ট ডাউনি সিনিয়র। তাঁর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি। মার্কিন সৈন্য হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৬১ সালে স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্র ‘বলস ব্লাফ’ দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রবার্ট। এর পর ‘Babo 73″, “Chafed Elbows” (1966) and “No More Excuses” -এর মতো অফবিট ছবি পরিচালনা করেছিলেন তিনি। নজরে পড়েন ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি Putney Swope-এর মাধ্যমে। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও তিন বার বিবাহবন্ধনের আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান রবার্ট ডাউনি জুনিয়র।
আরও পড়ুন- এক সিরিজেই বাজিমাত, বলিউডকে স্থায়ী ঠিকানা বানাতে বন্ধু রশ্মিকার পথেই হাঁটছেন সামান্থা!