Samantha Ruth Prabhu: Jr NTR-রকে কথা দিয়েও রাখতে পারলেন না সামান্থা, দক্ষিণী ছবিতে বড়সড় রদবদল
Jr NTR: বর্তমানে বলিউড থেকে শুরু করে দক্ষিণী দুনিয়া, গোটা ভারত জুড়ে তাঁর চাহিদা। ফলে একাধিক ছবির কাজ আসছে এই সেলেবের হাতে।
সামান্থা প্রভু, দক্ষিণী দুনিয়ার এই স্টার এখন বেজায় ব্যস্ত। একের পর এক প্রজেক্টের কাজ নিয়ে এক প্রকার নাজেহাল। বেশ কয়েকবছর ধরে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এই সেলেব। কেরিয়ারের শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সামান্থা প্রভু। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর এক একটি কাজ। বর্তমানে বলিউড থেকে শুরু করে দক্ষিণী দুনিয়া, গোটা ভারত জুড়ে তাঁর চাহিদা। ফলে একাধিক ছবির কাজ আসছে এই সেলেবের হাতে। একের পর এক ডেটও তার জন্য বুক। কয়েকদিন আগেই সেই তালিকা. যুক্ত হয়েছিল জুনিয়ার এনটিআরের আগামী ছবি।
কথা ছিল জুনিয়ার এনটিআরের আগামী ছবিতে কাজ করবেন সামান্থা। মুখ্য ভুমিকায় অভিনয়ের প্রস্তাব প্রাথমিকভাবে ফিরিয়ে দেননি তিনি। তবে বেশকিছু দিন ধরে চেষ্টা করেও টিমকে কোনও ডেট দিতে পারছেন না সামান্থা প্রভু। শেষ পাওয়া খবর অনুযায়ী এতটাই বর্তমানে ব্যস্ত রয়েছেন সামান্থা, যে তিনি সময়ই করে উঠতে পারেননি প্রজেক্ট নিয়ে বসার। যার ফলে এই ছবিতে থাকছেন না তিনি। তাই খোঁজ এখন নতুন অভিনেত্রীর। আরআরআর ছবির পর বর্তমানে গোটা ভারত তথা বিশ্ব জুড়ে জুনিয়ার এনটিআরের খ্যাতিও তুঙ্গে। ফলে পরিচালকদের নজরে রয়েছেন তিনিও।
তাই ছবির কাজ ফেলে না রেখে তড়িঘড়ি খোঁজ শুরু নতুন মুখের। এবার এই ছবির জন্য প্রস্তাব পৌঁছে গেল ম্রূণাল ঠাকুরের কাছে। সূত্রের খবর ঠিক এমনটাই। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ছবির পরিচালক কোরাতলা শিবা এখন এই ছবির কাজেই নজর দিতে চান। অভিনেত্রীর বিষয়টা নিশ্চিত হতেই তিনি শুরু করে দেবেন ছবির কাজ, এমনটাই খবর। অন্যদিকে সামান্থা এখন ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি তেলেগু প্রজেক্টের কাজ নিয়ে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কফি উইথ করণ শো-তে হাজির হতে। এখন সামান্থা সিনে দুনিয়ার এক কথায় হটকেক, ভক্তদের নজর সর্বদাই তাঁর প্রভৃতি কাজে। তাই পরিচালকেরাও চাইছেন সামান্থাকে নিয়ে কাজ করতে। যার ফলে খুব স্বাভাবিকভাবেই প্রতিটা কাজ গ্রহণ করে উঠতে পারছেন না তিনি।