Shantanu Maitra Birthday: অফার আসছে কী না জানতেই পারতাম না, আমি তো পাহাড়ে: শান্তনু মৈত্র
Shantanu Maitra: শান্তনু মৈত্র কাজের বিষয় আরও একটা জিনিস মেনে চলেন, তা হল বন্ধুত্ব। ভাল কাজের ভিতই হল বিশ্বাস।
শান্তনু মৈত্র (Shantanu Maitra), একের পর এক জনপ্রিয় সঙ্গীত কম্পোজ় যাঁর হাতে তৈরি, তাঁর ঝুলি তো কাজে পরিপূর্ণ থাকার কথা। তবে তথাকথিত সঙ্গীত পরিচালকদের মতো তিনি ব্যস্ত থাকেন না, তবে কি কাজের প্রস্তাব কম পেয়েছিলেন কেরিয়ারের শুরুতে শান্তনু মৈত্র! ETC Bollywood- কে দেওয়া এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিক নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন শান্তনু। এত ভাল কাজ, এতো জনপ্রিয় গান, এতো সুনাম, কাজ তো উপচে পড়ার কথা, তবে সেই মাত্রার ব্যস্ততা তো শান্তনুর মধ্যে লক্ষ্য করা যায় না? সাংবাদিক কোমল নেহেতার প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি বেশি কাজ বিষয়টাই পছন্দ করেন না।
শান্তনুর কথায়, জানি-ই তো না, কাজের প্রস্তাব এসেছে কি না। কারণ তারপরই তো পাহাড়ে চলে গিয়েছিলাম, যেখানে ফোনই পৌঁছায় না। বেশি কাজ যেখানে দেখি সেখান থেকেই নিজেকে সরিয়ে ফেলি। থ্রি ইডিয়টস-এর মতো ছবিতে কাজ করার পর আমার একটা ব্রেক লাগে। যেখানে ট্রেক করলাম, একান্তে সময় কাটালাম। এমন কি পরিণীতা ছবির পরও একই পরিস্থিতি হয়েছিল। দিনে কতবার ফোন আসত। তা দেখে আমার মনে হতো, ভগবান, আমার কত কাজ করতে হবে। আমি এমনই।
শান্তনু মৈত্র কাজের বিষয় আরও একটা জিনিস মেনে চলেন, তা হল বন্ধুত্ব। ভাল কাজের ভিতই হল বিশ্বাস। যদি একে অন্যের ওপর আস্থা না রাখেন, তবে উপদেশগুলোকে গ্রহণ করে কাজ করাটা কোথাও গিয়ে যেন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
লোকসঙ্গীত নিয়েও মন্তব্য করেন সঙ্গীত পরিচালক। জানান, অনেকেই মনে করেন, লোক সঙ্গীত বোরিং, একঘেয়ে, এটা কখনই নয়। তাঁর কথায় লোকসঙ্গীতকে রিপ্যাকেজিং করতে হবে। তাহলেই তার গ্রহণ যোগ্যতা আবারও বেড়ে যাবে। যেমন ভাটিয়ালি ছোঁয়ায় তৈরি- ‘ব্যাহেতি হাওয়াসা থা ও’ গান। থ্রি ইডিয়টস ছবির এই গান রাতারাতি জনপ্রিয় হয়েছিল সর্বত্র।