Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iman Chakraborty: কেমন চলছে ইমনের সংসার? স্ত্রীকে নিয়ে কী অভিযোগ গায়িকার বরের?

Iman Chakraborty Secret: রচনা বন্দ্যোপাধ্যায় বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করতেই গায়িকা ইমন জানান...

Iman Chakraborty: কেমন চলছে ইমনের সংসার? স্ত্রীকে নিয়ে কী অভিযোগ গায়িকার বরের?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 6:49 PM

বর্তমানে চুটিং সংসার করছেন গায়িকা ইমন চক্রবর্তী। নিজের বৈবাহিক জীবন কেমন কাটছে, একবার দিদি নম্বর ওয়ান-এ এসে জানিয়েছিলেন গায়িকা। রচনা বন্দ্যোপাধ্যায় বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করতেই গায়িকা ইমন জানান, তাঁর জীবনে তেমন কোনও পরিবর্তন ঘটেনি বিয়ের পর। তিনি বা তাঁরা দুজনেই চেয়েছিলেন যাতে বিয়ের পর তাঁদের জীবনে তেমন একটা পরিবর্তন না আসে, সেই বিষয় নিশ্চিত ছিলেন। একইভাবে যাতে তাঁরা থাকতে পারেন আগের মতোই সেই চেষ্টাই করেন। কারণ তাঁর বাবা বাড়িতে একা থাকেন, তাঁর স্বামী নীলাঞ্জনের বাবাও একা, তাই এই বিষয়গুলোতে প্রাথমিকভাবে নজর রাখা প্রয়োজন। ইমনের কথায়, বিয়ের পর জীবনে কিছু নতুন বিশেষ সম্পর্কের সংযোজন হয়েছে।

ইমনের কথা বলার ধরন এদিন বেশ শান্ত ছিল। যা লক্ষ্য করে শো-এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করে বসেন, এই ইমনকে তো তিনি চিনতে পারছেন না, ইমন এত শান্ত কীভাবে হয়ে গেলেন? উত্তরে একবাক্যে ইমন জানান, শান্ত হয়ে গিয়েছেন তিনি। এরপর ব্যক্তিজীবনে আসল মজার গল্প সকলের সঙ্গে শেয়ার করে নেন ইমন। জানান, তাঁর বর তাঁর কথা শুনতে না হলেই বেশি খুশি। ইমনের কথায়, একবার তিনি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলেন, তাঁর বর জানতে চান- ডাক্তার কী বললেন? উত্তরে যখন ইমন জানান, তাঁকে কথা কম বলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁর বর বেজায় খুশি ছিল চোখে পড়ার মতো।

তবে স্ত্রীকে নিয়ে এদিন প্রথম কোন অভিযোগ করলেন ইমনের স্বামী? তাঁর কথায় কোথাও বেরতে হলেই প্রথমেই ইমন বলে বসেন তাঁর কাছে পরার জন্য তেমন কিছু নেই। তারপর গোটা ঘরে তিনি গোল গোল করে ঘুরতে থাকেন। কোথাও দেরি করার প্রসঙ্গেও মুখ খোলেন নীলাঞ্জন। শেষে ইমন প্রসঙ্গে একটাই মন্তব্য করেন নীলাঞ্জন- ভাগ্যিস তাঁর এত ধৈর্য। এমনই নানা মজার কাহিনি এদিন শেয়ার করে ছিলেন সেদিন জুটি। যেখানে কখনও ইমন কখনও আবার নীলাঞ্জনের কথায় স্পষ্ট হয় তাঁদের খুনসুটিতে ভরপুর সম্পর্কের সমীকরণ।