RRR in Korean: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘আরআরআর’, রাজি হয়েছেন পরিচালক এসএস রাজামৌলী

RRR-Rajamouli: কোরিয়া থেকে ছবির রিকেমের অফার আসছে। যে কোরিয়ান সিরিজ় ও ছবির দর্শক সংখ্যা দিন-দিন বাড়ছে ভারতে।

RRR in Korean: কোরিয়ান ভাষায় তৈরি হবে 'আরআরআর', রাজি হয়েছেন পরিচালক এসএস রাজামৌলী
এবার কোরিয়ান ভাষায় তৈরি হবে 'আরআরআর'...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 7:59 PM

মাস খানেক আগে মুক্তি পায় এসএস রাজামৌলীর অন্যতম বড় বাজেটের ছবি ‘আরআরআর’। ছবিতে রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনয় করেছিলেন। ৪০০ থেকে ৪৫০ কোটি টাকায় তৈরি হয়েছিল এই ছবি। গোটা বিশ্বে ব্যবসা করেছিল ১১১১.৭ কোটি টাকা। ইতিহাস তৈরি করেছে ‘আরআরআর’। নেটফ্লিক্সে ওটিটি রিলিজ়ও হয়ে গিয়েছে ছবির। সেখানেও উচ্চ প্রশংসা পেয়েছে ছবি। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘আরআরআর’। এমনকী, হলিউডের বহু ছবি নির্মাতা ‘আরআরআর’-এর উচ্চ প্রশংসা করেছেন। কোরিয়া থেকেও ছবির রিকেমের অফার আসছে। যে কোরিয়ান সিরিজ় ও ছবির দর্শক সংখ্যা দিন-দিন বাড়ছে ভারতে।

‘আরআরআর’-এর প্রচারের সময় নাকি কোরিয়ান ছবি নির্মাতাদের নজরে ছিল ছবিটি। গুরু ফিল্মের সুনীতা তাতি খোলসা করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, কোরিয়ান ছবি নির্মাতাদের থেকে ‘আরআরআর’-এর স্বত্ব কেনার প্রস্তাব আসছে। সুনীতার কথায় এসএস রাজামৌলী ছবির স্বত্ব বেছতে রাজিও হয়েছেন।

২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পায় ‘আরআরআর’। দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে গল্প বুনেছিলেন রাজামৌলী। ভারতের স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ ভারতের অবদানকে তুলে ধরেছিলেন গোটা বিশ্বের দরবারে, যে বীরত্বের কাহিনি অনেকেরই জানা নেই।

ছবিতে ১০ মিনিটের চরিত্রে অভিনয় করার জন্য আলিয়া ভাট পারিশ্রমিক নিয়েছিলেন ৯ কোটি টাকা। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় নিয়েছিলেন আরও বেশি টাকা। যে যতই পারিশ্রমিক নিন না কেন, ছবির সাফল্য ভারতের সীমানা ছাড়িয়েছে। পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতীয় ছবি থেকে বিদেশিরা রিমেক তৈরি করতে চাইছেন, এটা কি কম গর্বের কথা!