SS Rajamouli: বিদেশের মাটিতে সেরা পরিচালকের পুরস্কার পেলেন এসএস রাজামৌলী…

Best Director Award: বিদেশের মাটিতে এই জয় নিঃসন্দেহে ভারতের কাছে গর্বের ব্যাপার।

SS Rajamouli: বিদেশের মাটিতে সেরা পরিচালকের পুরস্কার পেলেন এসএস রাজামৌলী...
আমেরিকায় এক বিশেষ সাংবাদিক সম্মেলন হাজির হয়েছিলেন পরিচালক রাজামৌলী। সেখানেই তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে করে বসেন ভুল মন্তব্য। আরআরআর ছবিকে বলে ফেলেন বলিউডের ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 11:42 AM

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড সার্কিটে সেরা পরিচালক হিসেবে খাতা খুললেন দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলী। নিউ ইয়র্কের ফিল্ম সার্কিট সার্কেলে সেরা পরিচালকের পুরস্কার পেলেন তিনি। বিদেশের মাটিতে এই জয় নিঃসন্দেহে ভারতের কাছে গর্বের ব্যাপার। ১৯৩৫ সালে তৈরি হয় মার্কিন মুলুকের এই ফিল্ম সমালোচনার সংগঠন। এবং সেটিই সবচেয়ে পুরনো। সেই সংগঠন থেকে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া বড় সাফল্য রাজামৌলীর কাছে।

View this post on Instagram

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

মার্কিন মুলুক থেকে এমন সম্মান পেলেন রাজামৌলী। কিন্তু হতাশার বিষয় এটাই, ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে তাঁর পরিচালিত ‘আরআরআর’ ছবিটি ২০২৩ সালের অস্কারে যেতে পারেনি। যদিও ১৪টি বিভাগে পাঠানো হয়েছিল। তেলুগু ভাষী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘আরআরআর’। ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে এ পর্যন্ত। বিশ্বের নানা দেশে মুক্তি পায় এই ছবি। অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগণ, প্রমুখ।

View this post on Instagram

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

অনেকে মনে করেন রাজামৌলীই ভারতের সেরা পরিচালক। তিনিই শীর্ষস্থান দখল করে রেখেছেন একটা বড় সংখ্যার দর্শকের হৃদয়ে। তাঁর তৈরি করা কিছু ছবি দর্শকের মন জয় করে নিয়েছে। সহজ গল্প, লার্জার দ্যান লাইফ প্রতিফলন এবং চূড়ান্ত ভাল ভিএফএক্সের কাজ রাজামৌলীকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। ‘বাহুবলী’র দুটি ছবি, ‘আরআরআর’ সেই নিদর্শন…