Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adipurush Controversy: ‘এত বিতর্ক চোখে পড়েনি?’ প্রশ্ন শুনে এ কী বললেন সেন্সর বোর্ডের সদস্য বিবেক

Adipurush: কীভাবে সেন্সর বোর্ডে পাশ হল? তা নিয়ে এবার প্রশ্ন তোলায় যা বললেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তা এক কথায় অবাক করে।

Adipurush Controversy: 'এত বিতর্ক চোখে পড়েনি?' প্রশ্ন শুনে এ কী বললেন সেন্সর বোর্ডের সদস্য বিবেক
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 1:40 PM

আদিপুরুষ ছবি নিয়ে কম বিতর্ক হচ্ছে না। ছবি মুক্তি পেয়েছে ১৬ জুন। তবে থেকেই একের পর এক বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে এই ছবি। কখনও ছবির সংলাপ, কখনও আবার ছবির চিত্রায়ণ, রামায়ণের মতো এমন এক মহাকাব্য নিয়ে এই ধরনের ছবি কেন, প্রশ্ন তুলেছেন অনেকেই। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত আনার প্রসঙ্গও এড়িয়ে যাননি নেটিজ়েনরা। তবে যে সমস্যা, যে যে প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছে, চোখে লেগেছে, সেন্সর বোর্ডের চোখ কীভাবে তা এড়ালো? ছবি কীভাবে সেন্সর বোর্ডে পাশ হল? তা নিয়ে এবার প্রশ্ন তোলায় যা বললেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তা এক কথায় অবাক করে।

তিনি সেন্সর বোর্ডের সদস্য। ইটাইমস-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী বিবেক অগ্নিহোত্রী এই প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করেন। তিনি বলেন, এই ছবি আমরা দেখিনি। তিনি আরও বলেন, এই ছবি সাধারণ মানুষ দেখছেন। তিনি জানান, তিনি আদিপুরুষ এখনও দেখেননি। তাই জানেন না ছবি নিয়ে ঠিক কী হচ্ছে। তিনি নিজের ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এছাড়াও তিনি জানান, অন্যের ছবি নিয়ে মন্তব্য তিনি করেন না, সে ভাল হোক বা খারাপ। তবে একটি বিষয় নিজের স্পষ্ট মতামত তিনি রাখেন, তাঁর কথায়, যখন মানুষের বিশ্বাস জড়িয়ে থাকে কারও সঙ্গে, তখন সেই বিষয়ে কোনও যুক্তি খাটে না।

উদাহরণ দিয়ে তিনি বোঝান- যদি কোনও মা মনে করেন তাঁর সন্তান পৃথিবীর সব থেকে সুন্দর, তবে তাঁকে ভুল প্রমাণ করা অসম্ভব। প্রসঙ্গত আলিবাগ কোর্ট এই প্রশ্ন আদিপুরুষ ছবির নির্মাতাদের উদ্দেশে করেন- কেন এভাবে হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নেওয়া হল? যদিও এই প্রসঙ্গে ছবি নির্মাতা সংস্থার তরফ থেকে কোনও মন্তব্যই করা হয়নি। তবে ছবির ব্যবসা বর্তমানে তলানিতে। রাতারাতি এই ছবি নিয়ে শুরু হয়ে যায় তর্জা। ছবির সংলাপ ইতিমধ্যেই পাল্টে ফেলা হয়েছে। তাতেও খুব একটা লাভ হয়নি। ফলে ছবি নিয়ে এখন বড় সঙ্কটে টিম আদিপুরুষ।