Viral Mouni Roy: বছর শেষের উপহার, ‘পার্টি নম্বর’-এ মালাইকা-নোরাকে টেক্কা দিতে মাঠে নামলেন মৌনী

Mouni Roy: সম্প্রতিতে একের পর এক ভাল গান পাল্লা দিয়ে মুক্তি পাচ্ছে। যেখানে জায়গা করে নিতে দেখা যাচ্ছে, কখনও নোরা ফাতেহিকে, কখনও আবার মালাইকা আরোরাকে।

Viral Mouni Roy: বছর শেষের উপহার, 'পার্টি নম্বর'-এ মালাইকা-নোরাকে টেক্কা দিতে মাঠে নামলেন মৌনী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2022 | 8:05 AM

বছর শেষে সেলিব্রেশনের পালা তুঙ্গে। চলতি বছরে শুরু থেকেই ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া সিনে পাড়া। একের পর এক ছবি মুক্তি থেকে শুরু করে গান, প্রতিটি ক্ষেত্রেই সেলেবমহলের কঠোর পরিশ্রম বর্তমান। বছর শেষেও তাই ধামাকাতে খামতি রাখতে নারাজ তাঁরা। তাই সম্প্রতিতে একের পর এক ভাল গান পাল্লা দিয়ে মুক্তি পাচ্ছে। যেখানে জায়গা করে নিতে দেখা যাচ্ছে, কখনও নোরা ফাতেহিকে, কখনও আবার মালাইকা আরোরাকে। এবার সেই তালিকাতে জায়গা করে নিয়ে মৌনী রায়। প্রথম থেকেই এই সেলেব আইটেম নম্বরে নজর কাড়া। সে কেজিএফ হোক বা রাজকুমার রাও-এর বিপরীতেই হোক, তাঁর শরীরী ভাঁজে মুহূর্তে ঝড় ওঠে নেটপাড়া। চলতি বছরের শেষে যখন একের পর এক গান ট্রেন্ডে, তখনই পার্টি গান নিয়ে দর্শক দরবারে হাজির হানি সিং। তাঁর সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী মৌনী রায়।

বারবারই তিনি তাঁর হট লুকের জন্য চর্চিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে শুরু করে তাঁর লুক, এক কথায় প্রতিটা মুহূর্তে চর্চিত। নাগিন খ্যাত এই স্টার বর্তমানে ভক্তদের পছন্দের তালিকায় অন্যতম বোল্ড কুইন। মৌনী রায় বরাবরই তাঁর লুক থেকে শুরু করে তাঁর ফিগারের জন্য প্রশংসিত ভক্তমনে। তবে মাঝে মধ্যে ট্রোলিং-এর শিকারও হতে হয় তাঁকে। কখনও শরীরে মেদ না থাকার কারণে, অতিরিক্ত স্লিম দেখার কারণে রীতিমত ট্রোল্ড হতে হয়।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্লাস্টিক সার্জারির জল্পনা কন্ট্রোভার্সির কেন্দ্রে জায়গা করে নেয়। তবে বর্তমানে তিনি সকলের প্রশংসা কুড়োলেন তাঁর নতুন গান গতিবিধি-কে কেন্দ্র করে। গানটি এই সময়ের জন্য এক কথায় পারফেক্ট, মৌনী ভক্তদের মন তাই পলকে ভাল বললে খুব ভুল বলা হবে না। বছরের এই সময়ের জন্য সবচেয়ে উপযুক্ত, বর্তমানে হলিডে সিজন পুরোদমে চলছে। গানটি সম্পর্কে হানি সিং বলেছেন: “নাম থেকেই বোঝা যাচ্ছে, ‘গতিবিধি’ একটি হেপ পার্টি গান হতে চলেছে এবং ভিডিয়োতে মৌনী রায়ের আকর্ষণ গানটিকে এক অন্যমাত্র দিয়েছে। “