Khushi Kapoor: শরীর নিয়ে ‘ছেলেখেলা’! প্রকাশ্যে বেফাঁস মন্তব্য শ্রীদেবী কন্যা খুশির
Khushi: বলিউড থেকে টলিউড--- ইদানীং নায়ক নায়িকাদের কসমেটিক সার্জারি নিয়ে আমজনতার মধ্যে আলোচনার শেষ নেই। প্রধানত নায়িকাদের মধ্যেই এই প্রবণতা দেখতে পাওয়া যায়। যদিও যে কোনও কসমেটিক সার্জারির বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কোনও অভিনেত্রী। এবার এ বিষয়ই বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী খুশি কপূর। ব্যস তার পরেই শুরু আলোচনা। প্রকাশ্যে নিজের সার্জারির কথা স্বীকার করে নিলেন খুশি।
বলিউড থেকে টলিউড— ইদানীং নায়ক নায়িকাদের কসমেটিক সার্জারি নিয়ে আমজনতার মধ্যে আলোচনার শেষ নেই। প্রধানত নায়িকাদের মধ্যেই এই প্রবণতা দেখতে পাওয়া যায়। যদিও যে কোনও কসমেটিক সার্জারির বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কোনও অভিনেত্রী। এবার এ বিষয়ই বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী খুশি কপূর। ব্যস তার পরেই শুরু আলোচনা। প্রকাশ্যে নিজের সার্জারির কথা স্বীকার করে নিলেন খুশি। শোনা যায়, বিনোদন জগতে পা দেওয়ার আগে তিনি নিজের সার্জারি করিয়েছিলেন। যদিও সে কথা আগে কখনও প্রকাশ্যে বলেননি অভিনেত্রী। শনিবার অভিনেত্রীর একটি পুরনো ভিডিয়ো ফিরে এসেছে। সেই ভিডিয়োতে এক অনুরাগীকে উত্তর দিতে গিয়েই কাণ্ড ঘটিয়েছেন খুশি। কী ঘটেছে?
দেখা যাচ্ছে একটি পুরনো ভিডিয়ো। যেখানে মা শ্রীদেবীর সঙ্গে একটি ইভেন্টে গিয়েছিলেন তিনি। সেই ছোটবেলার ভিডিয়ো আর সেই সঙ্গে পাশাপাশি দিয়েছেন আরও একটি ভিডিয়ো। যেখানে আর্চিজের প্রিমিয়ারে দেখা যাচ্ছে তাঁকে। দুই ভিডিয়োর মধ্যে নায়িকার চেহারায় অনেকটাই পার্থক্য লক্ষ করেন দর্শক।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘আমি সত্যি বলছি, খুশিকে দেখতে আগের মতো আছে। কিন্তু এটা সত্যি মনে হচ্ছে যে তিনি কিছুটা হলেও ওজন কমিয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘ধন্যবাদ। খুশি এখানে ১২ বছর বয়সী একটি মেয়ে, তবে এখনের যে ভিডিয়োটি উনি পোস্ট করেছেন সেখানে তিনি যে ঠোঁটে ফিলার করিয়েছেন তা বোঝা যাচ্ছে।’ আর এই মন্তব্যের পরিপ্রক্ষিতেই খুশি লেখেন, ‘ঠোঁট ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা।’
নায়িকার এই সহজ স্বীকারোক্তি পড়ে তাঁর অনুরাগীদের একাংশ বেশ খুশি। এক জন লেখেন,”এটাই বাস্তব, আমি শুধু ক্রস চেক করেছি। তার টাকা, সে নিজের জন্য খরচ করেছে। কিন্তু তারপরও সে অনেকের মতো অস্বীকার করেনি। একদমই স্বাভাবিক থেকেছে। প্লাস্টিক সার্জারি করানো নিয়ে নায়িকাদের মধ্যের একটা অস্বীকার করার প্রবণতা কাজ করে, আশাকরি এবার এটা ধীরে ধীর বন্ধ হবে। সবাই সত্যিটা সাবলীল ভাবে মেনে নেবে।” খুশির মন্তব্য পড়ে সকলের একটাই মন্তব্য যে নায়িকাদের এ ভাবেই নিজেদের সত্যিটা স্বীকার করে নেওয়া উচিত।