Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monali Thakur: মোনালির ঠোঁট দেখে চমকে উঠলেন ভক্তরা, ‘এ কী করেছেন’!

Monali Thakur: মিষ্টি গোল মুখ, এক গাল হাসি... এতদিন গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরকে এভাবেই দেখে এসেছেন সকলের। গলার মাধুরী মেশানো তাঁর গান পছন্দের আমজনতার। এ হেন মোনালিকে দেখেই চমকে উঠল নেটপাড়া।

Monali Thakur: মোনালির ঠোঁট দেখে চমকে উঠলেন ভক্তরা, 'এ কী করেছেন'!
মোনালি ঠাকুর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 5:37 PM

মিষ্টি গোল মুখ, এক গাল হাসি… এতদিন গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরকে এভাবেই দেখে এসেছেন সকলের। গলার মাধুরী মেশানো তাঁর গান পছন্দের আমজনতার। এ হেন মোনালিকে দেখেই চমকে উঠল নেটপাড়া। উড়ে এল প্রশ্ন, “ঠোঁটের এ কী অবস্থা করেছেন?” অলস বিকেলে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন মানালি। সেখানেই তাঁর ঠোঁট দেখে নেটমাধ্যমের বাসিন্দার একটা বড় অংশের মনে হয়েছে লিপ-জব করিয়েছেন তিনি। লিপ-জব হল এক ধরনের অস্ত্রোপচার যার মাধ্যমে ঠোঁটের আকারের পরিবর্তন করা যায়। বহু সেলেব ‘পাউট লিপ’ করার জন্য এর ব্যবহার করে থাকেন। নেটিজেনদের ধারণা ঠোঁট পুরু দেখানোর জন্য এরই সহায়তা নিয়েছেন মানালি। যদিও মানালি কোথাও এরকম দাবি করেননি। তবে ভক্তরা খুশি নন। তাঁদের মতে, গায়িকার আগের লুকই ভাল ছিল বিস্তর। একজন লিখেছেন, “কেন যে আপনারা এরকমটা করেন? মনে হচ্ছে ঠোঁটে বোলতা কামড়েছে। ভাল লাগছে না।”

তবে শুধু মোনালি নয়, অতীতে বহু তারকার ক্ষেত্রেই প্লাস্টিক সার্জারির ‘অভিযোগ’ উঠেছে। নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর ঠোঁট দেখেও অনেকেই দাবি করেছিলেন তাঁরা ‘লিপ জব’ অর্থাৎ ঠোঁটের আকার পরিবর্তন করেছেন। মিমি চুপ থাকলেও নুসরত এই নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, এ মিথ্যে কথা। কিন্তু মোনালী। যে মিষ্টি হাসির প্রেমে পড়েছিল নেটপাড়া সেই মোনালীও কি নাম লেখালেন তাঁদের দলে? প্রশ্ন উঠছে, কিন্তু উত্তর মিলছে না কিছুতেই।