করোনাকালে মাস্ক খুলে আম কেনায় সমালোচনার মুখে ফারহা খান, দেখুন ভিডিয়ো
ভিডিয়োতেই দেখা যাচ্ছে, কোন আম ভাল এবং কোন আম খারাপ তা নিয়ে দোকানির সঙ্গে বিস্তর কথা কাটাকাটি হচ্ছে ফারহার।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মাস্ক খুলে আম কেনার জন্য নেটজুড়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী ফারহা খান। মঙ্গলবার মুম্বইয়ের রাস্তায় কেনাকাটার সময় আচমকাই ফ্রেমবন্দী হন ফারহা। সেই ভিডিয়ো এবং ছবি এখন রীতিমতো ভাইরাল।
ভিডিয়োতেই দেখা যাচ্ছে, কোন আম ভাল এবং কোন আম খারাপ তা নিয়ে দোকানির সঙ্গে বিস্তর কথা কাটাকাটি হচ্ছে ফারহার। শুধু তাই নয়, আম শুঁকেও তা কেমন পরীক্ষা করছেন তিনি। এমনকি বিক্রেতার কাছ থেকে চেয়ে নিচ্ছেন পাকা আম। আর এখানেই আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, “চারিদিকে যখন করোনার এতই বাড়ন্ত তখন বিক্রেতারই কাউকে এভাবে মাস্ক ছাড়া আমি শুঁকতে দেওয়া উচিত নয়। যদি তিনি করোনা আক্রান্ত হন।” আর একজনের বক্তব্য, “ফারহার থেকে এমনটা আশা করিনি।”
গত কয়েক সপ্তাহে গোটা দেশে একলাফে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে মুম্বইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। নাগপুরসহ মুম্বইয়ের বেশ কিছু জায়গায় জারি হয়েছে লকডাউন। রণবীর কাপুর, কার্ত্তিক আরিয়ান সহ বেশ কিছু অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ফারহার এই কাজে সমালোচনায় নেটিজেনদের একাংশ।
View this post on Instagram