Indian Share Market News: পাগলা ঘোড়ার মতো ছুটল আদানির শেয়ার, মঙ্গলে হাসি ফুটল দালাল স্ট্রিটে

Share Market News: আজ, ১৪ জানুয়ারি আদানি পাওয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দাম বেড়েছে আদানি পাওয়ার, আইডিবিআই ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের।

Indian Share Market News: পাগলা ঘোড়ার মতো ছুটল আদানির শেয়ার, মঙ্গলে হাসি ফুটল দালাল স্ট্রিটে
Follow Us:
| Updated on: Jan 14, 2025 | 6:14 PM

গতকাল ১৩ জানুয়ারি হুড়মুড়িয়ে পড়েছিল বাজার। একাধিক বড়বড় কোম্পানি তাদের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দামে পৌঁছে ছিল। তারপর আজ ১৪ জানুয়ারি কিছুটা হলেও উঠল বাজার। দ্য হিন্দুর খবর অনুযায়ী, জেএসডব্লিউ এনার্জির দ্বারা কেএসকে মহানদী পাওয়ার কোম্পানি লিমিটেডকে অধিগ্রহণ করার খবরের জেরে জেএসডব্লিউ এনার্জির শেয়ারের দাম ৫.৮১% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে আদানি পাওয়ার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। এছাড়াও আজ এবং আগামিকাল, এই ২ দিনে একাধিক কোম্পানির ত্রৈমাসিক ফলাফল বেরোবে। এর মধ্যে এসআরএম এনার্জি, গোলকুন্ডা ডায়মন্ড, শপারস্টপ, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সিয়েট, নেলকো, এল অ্যান্ড টি, এইচডিএফসি লাইফের মতো কোম্পানির নাম উল্লেখযোগ্য।

আজ বাড়ল যারা

আজ ১৯.৩৬ শতাংশ বেড়ে আদানি পাওয়ারের দাম দাঁড়িয়েছে ৫৩৭ টাকা ৫ পয়সা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের শেয়ারের দাম ৮টাকা ৩২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সায়। আজ শেয়ারের দাম বেড়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও। ১৮.০৭ শতাংশ দাম বেড়ে সেন্ট্রাল ব্যাঙ্কের শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৫ টাকা ৩৪ পয়সায়। আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের দাম ১১ টাকা ৬৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৯০ পয়সায়। অন্যদিকে, ইউকো ব্যাঙ্কের শেয়ারের দাম ১৭.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৭ পয়সায়।

আজ পড়ল যারা

আজ বাজার যখন উঠছে তখনও বেশ কিছু কোম্পানির পতন অব্যাহত। আজ সবচেয়ে বেশি ৮.৮৪ শতাংশ পড়ে এইচসিএল টেকনোলজিসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮১৩ টাকা ৫৫ পয়সায়। পড়েছে কে ফিন টেকের শেয়ারের দামও। ৬.৬১ শতাংশ পড়ে তার শেয়ারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ টাকা ২০ পয়সায়। দাম পড়েছে ইউনাইটেড স্পিরিটস, এলটিআই মাইন্ডট্রি ও রেনবো চিলড্রেনস মেডিকেয়ারেরও।

বাজারের টুকরো খবর:

  • স্যাট কার্টার শপিংয়ের আজ আইপিও ক্লোসিং হল আজকে।
  • আগামিকাল আইপিও ক্লোজ হবে বারফ্লেক্স পলিফিল্মস ও লক্ষ্মী ডেন্টালের।
  • আজ ডিভিডেন্ড দিল ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট। শেয়ার প্রতি ৩ টাকা ২০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে তারা।
  • শপারস্টপ, গোলকুন্ডা ডায়মন্ড, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের মতো কোম্পানির ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে আজ।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।