ইয়ামি গৌতমকে এক সময় বলা হত ফেয়ার অ্যান্ড লাভলি গার্ল। ফর্সা হওয়ার ওই ক্রিমের মুখ হয়েই বিনোদন জগতে পা দেন তিনি। শাহরুখও অভিনয় করেছেন ফর্সা হওয়ার বিজ্ঞাপনে। কিন্ত বলিউডে এমন অনেক সেলেব রয়েছেন যারা ফর্সা হওয়ার বিজ্ঞাপনের লোভনীয় অফারকে সহজেই না বলেছিলেন। কারা তাঁরা? এক ঝলকে দেখে নিন
সুশান্ত সিং রাজপুত- ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন প্রথমেই বাতিল করেছিলেন সুশান্ত। বি-টাউনের ফিসফাস ওই বিজ্ঞাপনের জন্য তাঁকে নাকি অফার করা হয়েছিল ১৫ কোটি টাকা।
কঙ্গনা রানাওয়াত- ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে চাননি কঙ্গনা। ২ কোটির বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া- ঘন মজবুত চুলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। কিন্ত ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনকে বিদায় জানিয়েছিলেন তিনিও।
রণবীর কাপুর- কেরিয়ারের প্রথম থেকেই রণবীর ঠিক করে নিয়েছিলেন জীবনে কোনওদিনও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করবেন না তিনি। সেই কথা রেখেছেন। লোভনীয় অফার এলেও তা গ্রহণ করেননি রণবীর।
অনুষ্কা শর্মা- ওই একই পথে হেঁটেছেন অনুষ্কাও। জীবনে কোনওদিন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করবেন না বলে জানিয়েছেন তিনি।