ফের জুটি বাঁধছেন গুলজার এবং বিশাল ভরদ্বাজ
আলিয়া ভাটের প্রথম প্রযোজিত ছবি 'ডার্লিংস'। অনোক বছর পর এই ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন গুলজার এবং বিশাল ভরদ্বাজ।
অনেক বছর পর ফের জুটি বাঁধছেন দুই ‘মায়েস্ত্রো’। গুলজার এবং বিশাল ভরদ্বাজ। তবে বিশাল ভরদ্বাজ ছবির পরিচালক হিসাবে নন, সঙ্গীত পরিচালক হিসাবে জুটি বাঁধছেন গুলজারের সঙ্গে। ছবির নাম ‘ডার্লিংস’। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করছেন আলিয়া ভাট। তিনি অবশ্য এই ছবিতে অভিনয়ও করছেন।
গুলজার এবং বিশাল ভরদ্বাজের জুটি বলিউড সিনেমায় অনেক ‘ম্যাজিক’ করেছে। বহু কালজয়ী গান আমাদের উপহার দিয়েছেন। ‘ওমকারা’, ‘হায়দার’, ‘মাচিস’, ‘ইশকিয়া’ একের পর এক ছবির গানে ‘জাদু’ করেছেন এই দুই ‘মায়েস্ত্রো’। গোটা দেশকে বুঁদ করে রাখতে পারেন এই দুই সঙ্গীত-ম্যাজিসিয়ান। আবার সেই জুটিকে ফিরিয়ে আনছেন আলিয়া। ফের কালজয়ী সৃষ্টির অপেক্ষায় গোটা দেশ।
View this post on Instagram
‘ডার্লিংস’-এ আলিয়া ছাড়াও অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথু এবং আরও অনেকে। এই ছবি মূলত মা-মেয়ের গল্প। মূল স্রোতের বাইরে গিয়ে, সমাজের মধ্যবিত্ততা ডিঙিয়ে মা-মেয়ের বাঁচার গল্প এই ‘ডার্লিংস’। ছবির চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ। পরিচালনায় জসমিত কে রিন। এটিই জসমিতের প্রথম পরিচালিত ছবি।
আরও পড়ুন :নারীদিবসে প্রথমবার সদ্যোজাতর ছবি শেয়ার করলেন করিনা
‘ডার্লিংস’ আলিয়া ছাড়াও প্রযোজনা করছেন গৌরী খান। অর্থাৎ রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই মাসের শেষেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আলিয়ার ‘গাঙ্গুবাঈ’-এর টিজার সদ্যই মুক্তি পেয়েছে। এক অন্যরকম চরিত্রে আলিয়াকে দেখা যাবে।