পরিচালক হিসেবে ডেবিউ হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোলের, মুখ্য ভূমিকায় জিৎ
হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী এবার ছবি পরিচালনা শুরু করছেন। শোনা যাচ্ছে প্রথম ছবিতেই সুপারস্টার জিতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হরনাথ পুত্র।
বাবার পথেই ছেলে হাঁটতে চলেছেন! বাবা অর্থাৎ পরিচালক হরনাথ চক্রবর্তী । তাঁর ছেলে হিন্দোল চক্রবর্তী এবার ছবি পরিচালনা শুরু করছেন। ইন্ডাস্ট্রিতে হিন্দোল ‘বাবু’ নামেই বেশি পরিচিত। বেশ কিছু বছর ধরেই বাবার সঙ্গে সহ পরিচালনার কাজ করতেন তিনি। সামনের বছরের গোড়াতে নিজেই পরিচালকের আসনে বসতে চলেছেন হিন্দোল।
শুরুটা বেশ জমিয়েই হচ্ছে। শোনা যাচ্ছে প্রথম ছবিতেই সুপারস্টার জিতের (jeet) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হরনাথ পুত্র।এই বিষয়ে হিন্দোল বলেন “ কথাবার্তা এগিয়েছে। তবে অফিশিয়ালি এখনও কিছু হয়নি।স্ক্রিপ্টের কাজ চলছে।” বাবার মতই কি মেইনস্ট্রিম ছবি তৈরি করবেন হিন্দোল? প্রথম ছবিতেই জিতকে প্রযোজক হিসেবেও পাচ্ছেন তিনি? “ এটুকু বলতে পারি, এমন চরিত্রে জিতকে আগে কেউ দেখেননি।ওঁর ক্যারিশমা, সুপারস্টার ইমেজকে মাথায় রেখেই একদম অন্যরকম একটা চরিত্রে পাওয়া যাবে জিতকে” বললেন পরিচালক।
সূত্রের খবর, ছবিটি প্রথমে হরনাথ চক্রবর্তীরই পরিচালনা করার কথা ছিল। কিন্তু হরনাথের কথায়, “ আমি পরিচালনা করছি না। আমার ছেলেকে পরিচালক হিসাবে লঞ্চ করছি।” জিৎ প্রযোজক হিসাবে বরাবরই অপেক্ষাকৃত নতুন পরিচালকদের সুযোগ দেন। পাভেল, অংশুমান প্রত্যুষের পর এবার হরনাথ-পুত্র। জিতের ‘বাজি’ মুক্তির অপেক্ষায়। এই প্রথম জিৎ-মিমি একসঙ্গে অভিনয় করলেন।
আরও পড়ুন :‘দ্বিতীয় পুরুষ’-এর ‘খোকা’ই এখন সৃজিতের প্রিয়তম
হরনাথ চক্রবর্তীর হাতেখড়ি হয়েছিল একজন সুপারস্টারের হাত ধরেই। ১৯৮৯-এ তাপস পালকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘মঙ্গলদীপ’। ছেলেও সেই ধারা বজায় রাখতে চলেছেন। জিৎ-হরনাথ জুটি একসময় ‘সাথী’, ‘সঙ্গী’, ‘নাটের গুরু’-র মত একের পর এক হিট ছবি দিয়েছে। দু’বছর আগেও জিতকে নিয়ে তৈরি করেছিলেন ‘বাঘ বন্দি খেলা’। এবার ছেলের পালা! শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ফ্রেব্রুয়ারি থেকে শুটিং শুরু হতে পারে। এখন দেখা যাক বাবার মত জিৎ-হিন্দোল জুটিকেও দর্শক পছন্দ করবেন কি না, সেটাই এখন দেখার।