দেবের জন্মদিনে প্রযোজক রাণা সরকারের সারপ্রাইজ গিফট!
তবে এ সবের মধ্যেও অনেকে আশার আলো দেখছেন। রাণাবাবুর পোস্টের নিচে এক জনৈক কমেন্ট করেন, “খুব ভালো উদ্যোগ... দেব প্লিজ আর রাগ করে থেকো না। সবকিছু মিটিয়ে নাও। আমরা সবাই ধূমকেতু দেখতে চাই।”
চার বছর ধরে চলছে তুলকালাম। প্রযোজক বনাম সহ-প্রযোজক। ছবির নাম ‘ধূমকেতু’ (২০১৬)। প্রযোজক রাণা সরকার আর সহ প্রযোজক-অভিনেতা আজকের ‘বার্থ ডে বয়’ দেব (Dev)। প্রযোজকের দাবি “অভিনেতা প্রচুর টাকা দাবি করেছেন।“ দেব বলেছিলেন, “টাকা না দিলে ডাবিং করব না।“ একবার দেব বলেন, “নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিক আমি ছবিটা নিয়ে নিচ্ছি, কারণ সিনেমার পুরো টাকাটাই নাকি দিয়েছেন তিনি” তো অন্যদিকে প্রযোজক রাণা সরকার বলেন, “কে চায় নিজের ছবি না রিলিজ করে ফেলে রাখতে।“
সবকিছু নিয়ে দেব নিজেও ফেডারেশন, আর্টিস্ট ফোরাম এবং ইম্পা-কে রানা সরকারের নামে অভিযোগ জানিয়ে চিঠিও দিয়েছিলেন। ২০১৮ সালে যা জানা যায় সব নাকি মিটমাট হয়ে গিয়েছে দেব-রাণার মধ্যে। এবং সে বছর ১৫ অগাস্টে রিলিজ করবে ‘ধূমকেতু’।
কিন্তু কোথায় সেই ছবি রিলিজ! ছবি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কোথাও।
কথাবার্তায় দেব অনেকবার বলেছেন ‘ধূমকেতু’ তাঁর ড্রিম প্রোজেক্ট। কারণ এমন ছবি তিনি আর করেননি, এবং করবেন বলেও মনে হয় না তাঁর।
‘ধূমকেতু’-তে ৮০ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন দেব। এবং তাঁর চরিত্রের জন্য প্রস্থেটিক্স মেকআপ করতে হয় তাঁকে, সে লুক প্রকাশ্যে আসায় তা নিয়ে শোরগোলও পড়ে যায়। কাস্টিংয়েও ছিল এক দারুণ কম্বিনেশন, দেবের পাশে ছিলেন শুভশ্রী। আর ছিলেন রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
যে কোনও অভিনেতার কাছে ‘তুরুপের তাস’ যে এ ছবি যে হবে তা নিয়ে কোনও দ্বিমত নেই। দেব চেষ্টাও করেন কথা বলে, মিটমাট করে ছবি রিলিজ করার কিন্তু রাণাবাবুর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি।
তবে হঠাৎ এত সব পুরনো কথা উঠছে কেন?
কারণ আজ দেবের জন্মদিন। তা-ই প্রযোজক রাণা সরকার চেয়েছেন তিনি ‘ধূমকেতু’ রিলিজ করতে চান। ফেসবুকে লেখেন, “আজ দেব-এর জন্মদিনে সবাইকে জানাচ্ছি “ধূমকেতু” মুভি রিলিজ করার শেষ চেষ্টা করতে আমি দেব-এর সঙ্গে আলোচনায় বসতে চাই…বাংলা সিনেমার স্বার্থে মহেন্দ্র সোনিদা যদি এ বিষয়ে মধ্যস্থতা করেন তাহলে কৃতজ্ঞ থাকবো, দেব যখন যেখানে বলবে আমি পৌঁছে যাবো…ভাল কিছুর হওয়ার আশায় আছি…জয় জগন্নাথ।”
তবে দেবকে উল্লেখ করা এ পোস্টে দেব কোনও প্রতিক্রিয়া দেননি। এর কারণ হয়তো যে ঠিক এরকমভাবেই রাণা সরকার বহুবার ‘মুভি রিলিজ করার শেষ চেষ্টা’ করেছিলেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
অতীতে রাণা সরকারের বিরুদ্ধে অভিযোগের সংখ্যাও কম ছিল না। তাঁর প্রযোজিত সিরিয়াল- ছবির অভিনেতা-অভিনেত্রীরা কিংবা তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার কর্মীদের পাওনাগণ্ডা দেননি বলেও বারবার অভিযোগ উঠেছে।
তবে এ সবের মধ্যেও অনেকে আশার আলো দেখছেন। রাণাবাবুর পোস্টের নিচে এক জনৈক কমেন্ট করেন, “খুব ভালো উদ্যোগ… দেব প্লিজ আর রাগ করে থেকো না। সবকিছু মিটিয়ে নাও। আমরা সবাই ধূমকেতু দেখতে চাই।”