বিয়ে করে কি আলাদাই থাকছেন! আদৃত-কৌশাম্বীর সংসার নিয়ে এ কোন খবর সামনে?
Tollywood Gossip: নানা জল্পনা উঠে আসতে দেখা গিয়েছিল তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে। যদিও বছর গড়াতে না গড়াতেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে দেখা যায়। এরপরই বাজে বিয়ের সানাই। বিয়ের পর কেমন আছেন তাঁরা?
সদ্য ধুমধামে বিয়ে পর্ব সেড়েছেন আদৃত রায় ও কৌশাম্বী মুখোপাধ্যায়। শুটিং সেটেই প্রেম। তারপর থেকেই নানা জল্পনা উঠে আসতে দেখা গিয়েছিল তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে। যদিও বছর গড়াতে না গড়াতেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে দেখা যায়। এরপরই বাজে বিয়ের সানাই। বিয়ের পর কেমন আছেন তাঁরা? একের পর এক সেলিব্রেশন পর্ব এখন তুঙ্গে। এরই মাঝে আদ্রিতের জন্মদিন সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের এক একটি পোস্ট। এবার আদৃতের জন্মদিনে বৌভাতের অদেখা ছবি শেয়ার করে কৌশাম্বী লিখলেন, ‘শুভ জন্মদিন আমার সোলমেট আর প্রিয় বন্ধু। মনে রাখবে, সেরাটা আসা এখনও বাকি আছে।’
ভারতলক্ষ্মী স্টুডিয়োতে যেতে দেখা যায় আদৃতকে। পাশাপাশি পরিবারের সকলের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। জানান, তিনি বিয়ের পর বাবা-মায়ের সঙ্গেই রয়েছেন। পরিবারের সঙ্গে তাঁর আগে থাকা হত না, বাবার একটি ফ্ল্যাটে তিনি থাকতেন। বেশ কয়েকবছর বাবা-মায়ের সঙ্গে থাকা হয়নি বলেও জানান তিনি। তবে এবার আর তেমনটা নয়। বিয়ের পর পরিবারের সকলকে নিয়ে সুখে সংসার করছেন আদৃত।
View this post on Instagram
প্রসঙ্গত, ধুমধাম করে বিয়ে করেছেন আদৃত ও কৌশাম্বী। তাঁদের বিয়েতে হাজির ছিলেন গোটা মিঠাই পরিবার। তবে আমন্ত্রণ জানানো হয়নি সৌমিতৃষা কুন্ডুকে। একদা যে ছিলেন আদৃতের সবচেয়ে কাছের বন্ধু, বিয়েতে তিনিই কেন অনুপস্থিত? তা নিয়ে জল্পনা কম হচ্ছে না। সে যাই হোক, বিবাহিত জীবন এই মুহূর্তে চুটিয়ে উপভোগ করছেন আদৃত ও কৌশাম্বী। হনিমুনে গিয়েছিলেন নর্থ গোয়া। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন কৌশাম্বী।