রটেছে বিচ্ছেদের গুঞ্জন, স্ত্রীর থেকে হার্দিক কতটা ছোট ধারণা আছে?
Hardik Pandya: ২০২০ সালে হঠাৎ করে বাগদান সেরে ফেলেন দু'জনে। কাউকে কিচ্ছুটি না জানিয়েছে তাঁদের এই এনগেজমেন্ট যখন প্রকাশ পায় তখন চমকে গিয়েছিলেন সকলেই। এর কয় মাস বাদেই বিয়ে, আর বিয়ের এক মাসের মধ্যেই কোলে আসে সন্তান অগস্ত্য।
এই মুহূর্তে বাইশ গজ ও বলিপাড়ায় একটাই খবর। শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের অলরাউন্ডার হার্দিক পান্ড্য ও নাতাশা স্টানকোভিচের। সেই ২০১৮ থেকে শুরু হওয়া সম্পর্ক– এভাবে শেষ হয়ে যাবে? এই নিয়েই যখন ভক্তমহলে জোর জল্পনা তখনই জেনে নেওয়া যাক তাঁদের সম্পর্কে অন্য আর এক তথ্য। ২০২০ সালে হঠাৎ করে বাগদান সেরে ফেলেন দু’জনে। কাউকে কিচ্ছুটি না জানিয়েছে তাঁদের এই এনগেজমেন্ট যখন প্রকাশ পায় তখন চমকে গিয়েছিলেন সকলেই। এর কয় মাস বাদেই বিয়ে, আর বিয়ের এক মাসের মধ্যেই কোলে আসে সন্তান অগস্ত্য। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নাতাশা। এ খবর কারও অজানা নয়। জানেন কি, নাতাশা হার্দিকের থেকে বয়সে বড়? দু’জনের বয়সের ফারাক কত সে সম্পর্কে ধারণা আছে? হার্দিক পান্ড্য জন্ম নেন ১৯৯৩ সালে। অন্যদিকে নাতাশার জন্ম ১৯৯১ সালে। উইকিপিডিয়ার হিসেব অনুযায়ী হার্দিকের থেকে নাতাশা বয়সে দুই বছরের বড়।
যদিও এই বয়সের ফারাক তাঁদের ভালবাসায় কোনওভাবেই বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ হঠাৎ এ কী হল? প্রশ্ন তুলেছেন সকলে। তবে নাতাশা ও হার্দিক কেউই এই রটনায় এখনও পর্যন্ত শিলমোহর দেননি। সে যাই হোক।